শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নিয়মিত অধিনায়ক দাসুন শানাকাকে ছাড়াই মাঠে নেমেছে শ্রীলঙ্কা। নতুন অধিনায়ক কুশল মেন্ডিসের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে লঙ্কান বাহিনী। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কুশল মেন্ডিস।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে টসের জন্য মাঠে নামেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।

ম্যাচটিতে লঙ্কান শিবিরে দুটি পরিবর্তন রয়েছে। দাসুন শানাকার বদলে খেলবেন চামিকা করুনারত্নে এবং লাহিরু কুমারা খেলবেন মাথিশা পাথিরানার পরিবর্তে। অপর দিকে অজি শিবিরে কোনো পরিবর্তন আনা হয়নি।

দুই দলের মুখোমুখি সবশেষ ৫ ম্যাচে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। অজিদের ২ জয়ের বিপরীতে লঙ্কানদের জয় রয়েছে ৩টি। এছাড়া নিজেদের আলাদা ম্যাচে দুদলই কিছুটা পিছিয়ে রয়েছে। অস্ট্রেলিয়া তাদের বিগত পাঁচ ম্যাচে মাত্র একটিতে জিতেছে। একই চিত্র দেখা গেছে লঙ্কান শিবিরেও।

আরো পড়ুন: শ্রীলংকার পরিবর্তিত অধিনায়ক মেন্ডিস

এ দিকে বিশ্বকাপের ময়দানে স্বাগতিক ভারতের বিপক্ষে ৬ উইকেটের হার দিয়ে যাত্রা শুরু করেছে অস্ট্রেলিয়া। দলটি দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে হেরেছে ১৩৪ রানে। আর শ্রীলঙ্কা নিজেদের প্রথম দুই ম্যাচে তিন শতাধিক রান করেও জয়ের দেখা পায়নি। চোটপ্রবণ লঙ্কান ডেরা থেকে ছিটকে গেছেন অধিনায়ক দাসুন শানাকা। তাতে বেশ অস্বস্তিতে রয়েছে এশিয়ার দেশটি।

শ্রীলঙ্কার একাদশ

পাথুম নিসানকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারত্নে, দুনিথ ভেলালাগে, মাহিশ থিকশানা, দিলশান মাদুশাঙ্কা ও লাহিরু কুমারা।

অস্ট্রেলিয়ার একাদশ

মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশানে, জস ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

এসকে/ 


ক্রিকেট শ্রীলঙ্কা বিশ্বকাপ অস্ট্রেলিয়া দাসুন শানাকা কুশল মেন্ডিস

খবরটি শেয়ার করুন