ছবি: সংগৃহীত
অ্যাপল প্রডাক্ট নয় কিন্তু দেখতে ঠিক অ্যাপল ওয়াচের মতোই। দামও হাতের নাগালে। বলা হচ্ছে হিয়ারফিট আর মডেলের স্মার্টওয়াচের কথা। যার দাম ২ হাজারের মধ্যেই।
ওয়্যারেবল ও হিয়ারেবল ব্র্যান্ড হিয়ারমো ভারতে এই চমৎকার স্মার্টওয়াচটি বাজারে ছেড়েছে। দুইটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে স্মার্টওয়াচটি। এগুলো হলো-ব্ল্যাক ও আর্মি গ্রিন।
স্মার্টওয়াচে স্লিক মেটালিক ডিজাইন দেওয়া হয়েছে। এতে রয়েছে একটি ২ ইঞ্চির ইউএইচডি ডিসপ্লে, যা সর্বাধিক ৭০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে। ডিসপ্লেটি ৪২০X৪৮৫ পিক্সেল রেজুলেশন দিতে পারে এবং ৩২০ পিপিআই সাপোর্ট করে।
হিয়ারফিট আরএস মডেলের স্মার্টওয়াচটি ওয়্যারলেস চার্জিং, ব্লুটুথ কলিং সাপোর্ট করে। এতে প্রায় ১০০ স্পোর্টস মোড এবং ফিটনেস ট্র্যাকিং মোড রয়েছে। স্মার্ট হাতঘড়িটি ওয়াটারপ্রুফ এবং ডাস্ট রেজিস্ট্যান্সের জন্য আইপি৬৮ রেটিং প্রাপ্ত।
আর.এইচ/ আই.কে.জে.
খবরটি শেয়ার করুন