সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

জানা গেলো আইফোন ১৫ সিরিজ লঞ্চের সম্ভাব্য তারিখ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫০ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৩

#

আইফোন ১৫ সিরিজ কবে লঞ্চ হবে? এই প্রশ্ন গ্যাজেটপ্রেমীদের অনেকের মনেই ঘুরছে। অ্যাপেল  কর্তৃপক্ষ অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি।

তবে সম্প্রতি আইফোন ১৫ সিরিজ লঞ্চ সম্পর্কে নতুন তথ্য পাওয়া গিয়েছে।

সাধারণত প্রতিবছর সেপ্টেম্বর মাসেই নতুন আইফোন সিরিজ লঞ্চ করে অ্যাপেল কর্তৃপক্ষ। গত কয়েক বছরে তেমনটাই হয়েছে।

সম্প্রতি ম্যাক’র রিপোর্টে জানা যায়, ১৩ সেপ্টেম্বর আইফোন ১৫ সিরিজ লঞ্চ হতে পারে। কারণ সূত্রের খবর, সেদিন নাকি সংস্থার কর্মীদের ছুটি নিতে বারণ করেছে কর্তৃপক্ষ। এই সিরিজে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই চারটি ফোন লঞ্চ হতে পারে।

আইফোন ১৫ সিরিজ সম্পর্কে এখনও পর্যন্ত প্রকাশ্যে এসেছে যেসব সম্ভাব্য তথ্য: 

অ্যাপেল ১৫ সিরিজের ভ্যানিলা মডেলগুলিতে থাকতে চলেছে অ্যাপেলের এ১৬ বায়োনিক চিপসেট। আর প্রো মডেলগুলিতে এ১৭ বায়োনিক চিপ থাকার কথা রয়েছে।

আশা করা হচ্ছে, অ্যাপেল তাদের আইফোন ১৫ সিরিজের ফোনে টাইপ-সি ইউএসবি পোর্ট রাখবে চার্জিংয়ের জন্য। এছাড়াও সমস্ত মডেলে ডায়নামিক আইল্যান্ড ফিচার থাকতে পারে। এখন শুধু আইফোন ১৪ প্রো মডেলে এই ফিচার রয়েছে। 

আগের তুলনায় শক্তিশালী ব্যাটারি থাকারও সম্ভাবনা রয়েছে আইফোন ১৫ সিরিজের ফোনে। এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের মতো ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনা রয়েছে।

নতুন একটি পেরিস্কোপ লেন্স থাকতে পারে আইফোন ১৫ সিরিজের মডেলে। এই লেন্সের সাহায্যে অপটিকাল জুম পাওয়া যাবে ৫এক্স থেকে ৬এক্স পর্যন্ত। 

অ্যাপেল ইভেন্টে চলতি বছর আইফোন ১৫ সিরিজের সঙ্গে নতুন অ্যাপেল ওয়াচ এবং অন্যান্য অ্যাপেল প্রোডাক্ট লঞ্চেরও সম্ভাবনা রয়েছে। 

ওআ/ আইকেজে 

আইফোন

খবরটি শেয়ার করুন