সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আইয়ুব বাচ্চুর গান নিয়ে আসছেন চিত্রনায়িকা সুবাহ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

বাংলা চলচ্চিত্রের এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। চলচ্চিত্রে কাজ করে এরই মধ্যে আলোচনায় এসেছেন তিনি। প্রশংসা পেয়েছেন সিনেমাপ্রেমীদের কাছ থেকে। 

ইতোমধ্যে নতুন করে গায়িকার তালিকায় নাম লিখিয়েছেন সুবাহ। ২০১৯ সালে সংগীতঙ্গনে নাম লেখালেও নতুন ভাবে রবীন্দ্র সংগীত দিয়ে শুরু করেন গানের যাত্রা। এরই মধ্যে গেয়েছেন হিন্দি গানও। বেশ কিছু গান দিয়ে কন্ঠ শিল্পী হিসাবে সুনাম কুড়িয়েছেন তিনি। 

তারই ধারাবাহিকতায় রবীন্দ্র সংগীতের পর প্রখ্যাত গিটারিস্ট ও বাংলা রকগানের কিংবদন্তি, বাংলা ব্যান্ড সংগীতের উজ্জ্বলতম নক্ষত্র আইয়ুব বাচ্চুর স্মরণে সুবাহ গাইলেন তুমুল জনপ্রিয় গান “হাসতে দেখো গাইতে দেখো”।

এরই মধ্যে গানটিতে কন্ঠ দিয়েছেন সুবাহ। শেষ হয়েছে মিউজিক ভিডিওর শুটিং। গানটি সুবাহ’র নিজস্ব ইউটিউব চ্যানেল “হুমায়রা সুবাহ ক্রিয়েশন এর ব্যানারে ১৯ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। গানটি নতুনভাবে সংগীত আয়োজন করেছেন রানা আকন্দ। গানটির ভিডিও নির্মাণ করেছেন এস.কে সোহাগ।

এ প্রসঙ্গে সুবাহ বলেন, আমি বাচ্চু ভাইয়ের অনেক বড় ভক্ত। ছোটবেলা থেকেই তার গান শুনি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই গানটি গেয়েছি কারণ এই গানটির সাথে আমার জীবনের কিছু বিষয় মিলে যায়। শুধু আমার নয় সকলের। প্রতিটি মানুষের জীবনের মঞ্চ থাকে। তারা এই ধরনের পরিস্থিতিতে পরে। মানুষের ওই অনুভূতি বা উপলব্ধি থেকেই এই গানটি গাওয়া। গানটি নতুন ভাবে দর্শক শুনতে পাবে। আইয়ুব বাচ্চু ভাই সেও এখন আমাদের মাঝে নেই। তাকে মিস করে, উদ্দেশ্য করেই এই গানটি করা হয়েছে। 

আরো পড়ুন: মনোনয়ন ফিরে পেলেন চিত্রনায়িকা মাহি

জানিনা দর্শকদের ভালো লাগবে কিনা। আমি যেহেতু নতুন এবং শখ থেকে গান গাওয়া। তবে আমি আশাবাদী দর্শক নিরাশ হবে না। ভবিষ্যতের প্রত্যেকটি গান আমি সুন্দরভাবে গাওয়ার চেষ্টা করব। সামনে আরো বেশ কিছু গান প্রকাশ্যে আসবে বলেও মন্তব্য করেন সুবাহ।

এসকে/ 

আয়ুব বাচ্চু শাহ হুমায়রা সুবাহ

খবরটি শেয়ার করুন