মঙ্গলবার, ৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাচ্ছেন ডি মারিয়ার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৩

#

দীর্ঘ সময় ধরে আর্জেন্টিনার হয়ে খেলছেন ডি মারিয়া। দলের বিপর্যয়ের পাশাপাশি দেখেছেন অনেক সাফল্যও। সর্বশেষ কাতার বিশ্বকাপ জয়ে জাতীয় দলের হয়ে সব শিরোপা জয়ের কোটাও পূর্ণ করেছেন। এবার সেই লম্বা ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন আর্জেন্টাইন এই তারকা।

২০২৪ সালের কোপা আমেরিকা দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি, এমনটাই জানিয়েছে ইএসপিএন আর্জেন্টিনা। অর্থাৎ সবমিলিয়ে আরও মাস কয়েক জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তাকে।

এখনও পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৩২টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। যেখানে তার পা ছুঁয়ে বল প্রতিপক্ষের জালে ঢুকেছে ২৯ বার। পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ২৭টি।

জাতীয় দলের হয়ে বড় তিনটি শিরোপা জয়ের কৃতিত্ব আছে তার নামের পাশে। আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা জিতেছেন তিনি। মজার ব্যাপার, এই তিন আসরের ফাইনালেই গোলের দেখা পেয়েছে রোজারিওর এই ফুটবলার।

এসকে/ 

বিশ্বকাপ আর্জেন্টিনা শিরোপা ডি মারিয়া অবসর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250