সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক সংগীত সম্মেলনে ‘চিরকুট’এর সুমি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড শহরের ইউনিভার্সিটি অব অ্যাডজারের আমন্ত্রণে আন্তর্জাতিক সংগীত বিষয়ক সম্মেলনে যাচ্ছেন ‘চিরকুট’র গীতিকার, সুরকার ও শিল্পী শারমিন সুলতানা সুমি। 

এই সংগীতশিল্পী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক ড্যানিয়েল নরগেডের আমন্ত্রণে তার এ সফর। জানা যায়, এ সম্মেলনে যোগ দিতে উপস্থিত হবেন বিশ্বের নানা প্রান্তের সংগীত বিশেষজ্ঞরা। 

দশ দিনব্যাপী এ আয়োজনে তিনটি সেশনে সুমি প্রেজেন্টেশন দেবেন, বক্তব্য রাখবেন এবং বিশ্ববিদ্যালয়টির ছাত্র ছাত্রীদের সঙ্গে মত বিনিময় করবেন। সংগীতসংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি একজন নারী হিসেবে তার সংগীতযাত্রার অভিজ্ঞতা নিয়েও কথা বলবেন তিনি।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুক পেজে শারমিন সুলতানা সুমি লিখেছেন, আপনাদের সবার দোয়া নিয়ে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড শহরের বিখ্যাত বিশ্ববিদ্যালয় “ইউনিভার্সিটি অফ অ্যাগডার”-এর আমন্ত্রণে আন্তর্জাতিক সংগীত বিষয়ক সম্মেলন “ক্রিস্টিয়ানস্যান্ড রাউন্ডটেবল কনফারেন্স”-এ অংশ নিতে যাচ্ছি ইনশাল্লাহ। ১ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলা ১০ দিনের এ গ্লোবাল কনফারেন্সে বাংলাদেশের হয়ে তিনটি গুরুত্বপূর্ণ সেশনে অংশ নেব বলে আশা করছি।

বাংলাদেশের সংগীতাঙ্গনে কাজের অভিজ্ঞতা সম্পর্কে সুমি লেখেন, অনুষ্ঠিতব্য এ আয়োজনে ৩ নভেম্বর সায়েন্টিফিক কনফারেন্স এর ‘স্ট্র্যাটেজি এন্ড সাস্টেইনেবিলিটি ইন মিউজিক বিজনেস’ শীর্ষক সেশনে বক্তব্য রাখার পাশাপাশি কিছু প্রস্তাবনা উত্থাপন করবেন। ৭-৮ নভেম্বর ‘রোল অফ উইমেন ইন মিউজিক ইন্ডাস্ট্রি’ সেশনে নারী হিসেবে বাংলাদেশের সংগীতাঙ্গনে কাজের অভিজ্ঞতা বিনিময় করব। সর্বশেষ ৯-১০ নভেম্বর ‘মিউজিক এন্ড ক্লাইমেট কেয়ার’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হবে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে।

এই গায়িকা লেখেন, চিরকটু মানে ব্যান্ড মেম্বারদের প্রচুর মিস করে প্রচুর অশ্রু বিসর্জন হবে ফর শিওর। আর ওরা ক্রমাগত ঝাড়ি খাওয়া থেকে খানিক মুক্তির আনন্দে নিশ্চয় উল্লাস করবে। আহারে জীবন! বিশ্ব ভ্রমনের এ যাত্রায় আমার রুট ডেনমার্ক-নরওয়ে-ফিনল্যান্ড-নরওয়ে-বাংলাদেশ। স্ক্যান্ডিনেভিয়ার ওই এলাকায় এখন যে ঠাণ্ডা। দোয়া করবেন যেন সারভাইভ করে দেশের মেয়ে ঠিকমত দেশে ফিরতে পারে।

এ ছাড়া ইউনিভার্সিটি অফ সাউথ ইস্ট নরওয়েতে ড. সুলভাই কোরাম এর আমন্ত্রণে নরডিক কালচারাল পয়েন্টের সদস্যদের সঙ্গে ‘নদীরক্স’ ও ‘ক্লাইমেট কেয়ার’ নিয়ে সচেতনতার জায়গা থেকে আরও একটি সেশনে কথা বলার কথা রয়েছে তার। 

এর আগে ভারত, শ্রীলঙ্কা, নরওয়ে, পর্তুগালের বিভিন্ন সংগীত বিষয়ক সম্মেলনে অংশ নিয়েছেন সুমী।

এসকে/

নরওয়ে চিরকুট ব্যান্ড শিল্পী শারমিন সুলতানা সুমি আন্তর্জাতিক সংগীত সম্মেলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন