সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রতি রাতে স্ত্রীর পা ছুঁয়ে কৃতজ্ঞতা জানান রবি কিষাণ *** গোপালগঞ্জে নিহত ৩ জনের লাশ উত্তোলনের নির্দেশ আদালতের *** ওএমএসে আলু বিক্রি করতে চায় সরকার *** ১০ দিনের মধ্যে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ *** জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না *** কুমিল্লা বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষা ১২ই আগস্ট *** এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি *** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত

আফগানদের ২৮৯ রানের কঠিন চ্যালেঞ্জ দিল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই চমকে দিয়েছিল আফগানিস্তান। আফগানদের দারুণ বোলিংয়ে অঘটনের গন্ধও প্রবল হচ্ছিল। কিন্তু এরপর টম ল্যাথাম ও গ্লেন ফিলিপস কেড়ে নিলেন আলো। তাদের দুর্দান্ত ইনিংসে ভর করে আফগানদের বিপক্ষে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৬ উইকেটে করেছে ২৮৮ রান।  

বুধবার (১৮ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে গ্লেন ফিলিপস ও অধিনায়ক টম ল্যাথামের হাফ সেঞ্চুরিতে ভর করে আফগানদের ২৮৯ রানের এর কঠিন চ্যালেঞ্জ দিল নিউজিল্যান্ড।

বলা হয় ক্যাচ মিস নাকি ম্যাচ মিসের অংশ। চেন্নাইতে দিন শেষে ফলাফল কী হবে তা এখনই নিশ্চিত না। তবে ম্যাচের ফলাফল নিজেদের অনুকূলে না এলে নিশ্চিতভাবেই আক্ষেপে পুড়বে আফগানরা। পুরো ম্যাচে তিন ক্যাচ ছেড়েছে আফগান ফিল্ডাররা। এরমাঝে টম ল্যাথাম আর গ্লেন ফিলিপসের ক্যাচও ছিল। জীবন পেয়ে আর সুযোগ হারাননি কিউই এই দুই ব্যাটার। 

শুরুটা নিউজিল্যান্ড করেছিল ধীরলয়ে। ষষ্ঠ ওভারে ফর্মের তুঙ্গে থাকা ডেভন কনওয়েকে সাজঘরে ফেরত পাঠান মুজিব উর রহমান। কিউইদের রান উঠছিল তখন ওভারপ্রতি ৫ করে। এরপর অবশ্য লম্বা সময় ক্রিজে রাজত্ব করেছিলেন উইল ইয়াং এবং রাচিন রবীন্দ্র। দুজন মিলে যোগ করেছেন ৭৯ রান। এই জুটি আরও আগেই ভাঙ্গতে পারতো, যদি রাচিনের ক্যাচটা ঠিকভাবে লুফে নিতে পারতেন হাশমতউল্লাহ শহিদি।

এরপর আচমকাই ম্যাচের দৃশ্যপট নিজেদের করে নেন আফগান বোলাররা। আজমতউল্লাহ ওমরজাই এর জোড়া আঘাতে ফিরে যান দুই সেট ব্যাটার। আর ড্যারেল মিচেলকে ফেরান রশিদ খান। ১ রান তুলতেই নিউজিল্যান্ডরা হারায় তিন উইকেট। ১০৯ রানে ১ উইকেট থেকে ১১০ রানেই হয়ে যায় ৩ উইকেট। 

আরো পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে আফগানরা

এখান থেকেই প্রতিরোধের শুরু করেন টম ল্যাথাম এবং গ্লেন ফিলিপস। সাবধানী ইনিংসে দলের ইনিংস মেরামতে মনোযোগ দেন দুজনেই। অবশ্য তাতে আফগান ফিল্ডারদের কৃতিত্বও আছে। মুজিব-উর রহমান এবং হাশমতউল্লাহ শহিদি দুজনেই ক্যাচ ছেড়েছেন। 

শেষদিকে ব্যাটে ঝড় তুলতে চেয়েও পারেননি ল্যাথাম এবং ফিলিপস। নাভিন উল হকের ওভারে মারতে গিয়ে দুজনেই আউট হয়েছেন। তবে তাতে রানতোলায় ভাটা পড়েনি। মার্ক চ্যাপম্যানের ক্যামিওতে ভর করে ঠিকই বড় সংগ্রহ পেয়ে যায় নিউজিল্যান্ড। আফগানিস্তানের পক্ষে দুইটি করে উইকেট নেন ওমরজাই এবং নাভিন।  

এসকে/

আফগানিস্তান ক্রিকেট নিউজিল্যান্ড বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন