সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আবার শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

পাওনা মুনাফার দাবিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ১৮ জন শ্রমিক মামলা করেছেন। মামলার শুনানি শেষে আদালত ড. মুহাম্মদ ইউনূসকে সমন পাঠানোর নির্দেশ দিয়েছে। একই সাথে আগামী ১৬ অক্টোবরের মধ্যে এ সমনের জবাব দিতে বলেছে আদালত। 

সোমবার (২৮ আগস্ট) সকালে ঢাকার শ্রম আদালতে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে। 

তবে এব্যাপারে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “এখনও সমনের নোটিশ পাইনি। নোটিশ পেলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে শ্রম আইন লঙ্ঘনের আরেকটি অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়েছে।

এম.এস.এইচ/ 

ড. মুহাম্মদ ইউনূস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন