সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সস্তায় বাড়ি কিনতে ছুটছে রুশ নাগরিকরা

আবারো বসবাসের যোগ্য মারিউপোল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৭ পূর্বাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রায় ১৮ মাস অতিক্রান্ত হয়েছে। এ যুদ্ধের মাঝেই ইউক্রেনের চারটি রুশ অধিকৃত অঞ্চলকে রাশিয়া  গণভোটের মাধ্যমে নিজেদের সীমানাভুক্ত করে যার একটি শহর মারিউপোল। তারা এখন হামলায় গুঁড়িয়ে যাওয়া শহরটিকে নতুন করে সাজিয়েছে যার কারণে অনেক রুশ নাগরিক সেখানে বাড়ি কিনতে চাইছেন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, দখলের আগে দুই মাস মারিউপোল ঘিরে রেখেছিল রুশ বাহিনী। সেসময় তাদের গোলার আঘাতে শহরটির প্রায় ৯০ শতাংশ বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয় এবং শহরের হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়। প্রায় ৪ লাখ ৩০ হাজার নাগরিকের মধ্যে ৩ লাখ ৫০ হাজার নাগরিকই সেখান থেকে জীবন রক্ষার্থে পালিয়ে যান। 

বর্তমানে রুশ কর্তৃপক্ষ মারিউপোলে নতুন নতুন বাড়ি নির্মাণ করেছে। শহরের রাস্তার ইউক্রেনীয় ভাষায় লেখা সংকেতগুলো রুশ ভাষায় বদলে দেয়া হয়েছে। সেখানকার স্কুলগুলোতে পড়ানো হচ্ছে রাশিয়ার পাঠ্যক্রম। আর যেসব ইউক্রেনীয় নাগরিক এখনো মারিউপোলে থেকে গেছেন, তাঁদের রুশ পাসপোর্ট নিতেও জবরদস্তি করা হচ্ছে।

এদিকে সুন্দর ও আকর্ষণীয় শহর হওয়ায় রাশিয়ার অনেক নাগরিকই এখন মারিউপোলে বাড়ি কিনতে চাইছেন। দেশটির জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ভিকন্তাক্তে কয়েক মাস ধরে বাড়ির খোঁজ করছেন তাঁরা। এমন বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে বিবিসির। তাঁদের একজন রাশিয়ার মারমানস্ক শহরের বাসিন্দা ভ্লাদিমির।

বিবিসিকে ভ্লাদিমির বলেন, মারিউপোল সুন্দর একটি শহর। সেখানে একটি বাড়ির খোঁজ পেয়েছেন তিনি। এরই মধ্যে রাশিয়ায় নিজের বাড়িটি বিক্রি করে দিয়েছেন। শিগগিরই পুরো পরিবার নিয়ে মারিউপোলে চলে যেতে চান। শহরটিতে বাড়ির দাম কম। আর সেখান থেকে সাগর দেখা যায়।

ভ্লাদিমির যা বলেছেন, তা রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে গত এক বছর ধরে ফলাও করে প্রচার করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে, ধ্বংস হওয়া মারিউপোলকে দ্রুত নতুন করে সাজানো হচ্ছে। মানুষের জীবন আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।

যেমন রোসিয়া ১ নামের একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়, মারিউপোলে আগে যেখানে ধ্বংসস্তূপ ছিল, সেখানে এখন গড়ে উঠেছে নতুন নতুন সব ফ্ল্যাট, নার্সারি ও স্কুল। সবকিছু অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা হচ্ছে।

স্যাটেলাইট থেকে ধারণ করা ছবিতে এর সত্যতা পেয়েছে বিবিসি। এতে দেখা গেছে, গত এক বছরে শহরের উপকণ্ঠজুড়ে নতুন সুউচ্চ ভবন গড়ে তোলা হয়েছে। শহরের উত্তর–পশ্চিম প্রান্তে একটি বড় এলাকায় নতুন আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে। এই এলাকার নাম দেওয়া হয়েছে ‘নেভস্কি’।

তবে মারিউপোলে ধ্বংস হয়ে যাওয়া অনেক এলাকা এখনো আগের অবস্থায় রয়েছে বলে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে। বিশেষ করে শহরের কেন্দ্রের দিকের অনেক বাড়ি বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। শহরের বাসিন্দা আলেকসান্দার (ছদ্মনাম) বিবিসিকে বলেন, রাশিয়ার টেলিভিশনে যা দেখানো হচ্ছে, তা ‘ভুয়া’। লড়াইয়ের সময় যেসব বাড়ি ধ্বংস হয়েছিল, তার মাত্র ১০ শতাংশ সংস্কার করা হয়েছে।

এদিকে মারিউপোলে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, তা নিয়ে মোটেও বিচলিত নন অধিকাংশ রুশ নাগরিক। এমন কয়েকজনের সঙ্গে কথা হয়েছে বিবিসির। ভ্লাদিমির বলছিলেন, ইউক্রেনীয়রাই শহরটি ধ্বংস করেছেন। রাশিয়া আবার শহরটি গড়ে তুলবে। তখন শহরটি আগের থেকেও ভালো হবে।

এদিকে ইউক্রেনের বাহিনী মারিউপোল শহরটি দক্ষিণ দিক থেকে দখলমুক্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছে কিয়েভ। এ নিয়ে উদ্বিগ্ন রাশিয়ার তাতারস্থানের বাসিন্দা ওক্সানা। কয়েক সন্তানের মা এই নারী বলেন, তিনি সব সময় সাগরের ধারে বসবাসের স্বপ্ন দেখেছেন।

ইউক্রেনের বাহিনী মারিউপোল দখলমুক্ত করলে, সেখানে বাড়ি কেনা রুশ নাগরিকেরা সমস্যায় পড়তে পারেন বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির আইনের অধ্যাপক ওনা হ্যাথাওয়ে। তিনি বলেন, তখন তাঁদের বাড়ি কেনার স্বত্ব অবৈধ বলে ঘোষণা দেওয়া হতে পারে।

তবে এ নিয়ে মাথাব্যথা নেই ওক্সানার। তিনি বলেন, ‘আমি স্বপ্ন দেখা এখনো ছেড়ে দেইনি। আমার লক্ষ্য (মারিউপোলে) এমন একটি বাড়ি কেনা, যেটি কোনোভাবেই ১৮০ বর্গমিটারের কম হবে না।’

মারিউপোল বাড়ি কিনতে ছুটছে রুশ নাগরিক বসবাসের যোগ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন