বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আমরা এখন আর মফিজ নই, বিমানে বসে ঢাকা যাই: আসাদুজ্জামান নূর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাংগঠনিক সাবেক সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান নূর বলেছেন, আমরা এখন আর মফিজ নই। বাসের ছাদে উঠে ঢাকা যাই না। আমরা এখন টিকিট কেটে বিমানে বসে ঢাকায় যাই। বিএনপি আমলে আমরা মঙ্গাপীড়িত ছিলাম। শেখ হাসিনা এই অঞ্চলের মঙ্গা যাদুঘরে পাঠিয়েছেন।

বুধবার (২ আগস্ট) রংপুর জিলা হাইস্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আসাদুজ্জামান নূর বলেন, বিএনপি আমলে নীলফামারী জেলায় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন এহসানুল হক মিলন। তিনি সেসময় একটি বক্তব্যে উত্তরাঞ্চলের মানুষকে মফিজ বলেছেন। আমাদেরকে অপমান করে কথা বলেছেন। আমরা না কি বাসের ছাদে করে ঢাকায় যাই। কয়দিন আগে আমি মিলনকে বললাম, আপনি কি এখন রংপুর অঞ্চলে গেছেন। তিনি বললেন, ‘‘অনেক দিন ধরে যাই না।” আমি তাকে বললাম, আপনি আমাদেরকে মফিজ বলেছেন। এখন ঘুরে আসেন। এখন আর আমাদের এলাকায় মঙ্গা নেই। আমরা এখন বাসের ছাদে করে ঢাকায় যাই না।

আরো পড়ুন: আওয়ামী লীগ সরকার রংপুরের মঙ্গা দূর করেছে: শেখ হাসিনা

আসাদুজ্জামান নূর আরও বলেন, সৈয়দপুরে প্রতিদিন ১৮টা ফ্লাইট যাতায়াত করে। আমাদের এলাকার মানুষ টিকেট কেটে বিমানের ভেতরে বসে ঢাকায় যাতায়াত করে। আর এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলে। তিনি এই এলাকার মঙ্গা দূর করেছেন। যাদুঘরে পাঠিয়েছেন। এই এলাকায় এখন কাজের লোক খুঁজে পাওয়া সহজে যায় না।

এম/


আওয়ামী লীগ আসাদুজ্জামান নূর মফিজ

খবরটি শেয়ার করুন