সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাচ্ছি না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাচ্ছি না মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নিশ্চিহ্ন হওয়ার জন্য অন্য কাউকে লাগবে না; তারেক রহমানই যথেষ্ট।

বিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন- দুঃস্বপ্নই রয়ে যাবে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের প্রেক্ষিতে সোমবার (৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন: এবার ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা এলডিপির

তথ্যমন্ত্রী বলেন, যাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। যেসব নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের আগুনসন্ত্রাসের হুকুমদাতা, হোতা, অর্থদাতা হিসেবে গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি বলেন, বিএনপি নেতারা এবং বিশেষ করে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেবারে ওয়ার্ড লেভেল পর্যন্ত টেলিফোন করে বলছে আগুনসন্ত্রাস চালানোর জন্য। সেগুলো তথ্যপ্রমাণ আমাদের কাছে আছে।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করুক, তাতে কোনো বাধা নেই, কোনো আপত্তি নেই। তারা তো এতদিন ধরে সব কিছু করেছে। সেদিন সমাবেশ শুরু করার আগে প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে, জাজেস কমপ্লেক্সে হামলা চালিয়েছে, হাসপাতালে হামলা চালিয়েছে, পুলিশ হত্যা করেছে। এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার আগে কিছুই করা হয়নি।

এসকে/ 

মামলা তথ্যমন্ত্রী বিএনপি ড. হাছান মাহমুদ

খবরটি শেয়ার করুন