ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ই জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে বগুড়া-৪ আসনের প্রার্থী আশরাফুল হোসেন আলম।
এরইমধ্যে ভোট দিয়েছেন হিরো আলম। ভোট দেওয়ার পর কেন্দ্র পরিদর্শন করে এ কনটেন্ট ক্রিয়েটর আশাবাদ ব্যক্ত করে মন্তব্য করেছেন, তার জয় কেউ ঠেকাতে পারবে না।
হিরো আলম বলেন, আমি আমার এলাকায় এতোদিন ঘুরে, প্রচারণা চালিয়ে বুঝেছি আমার জয় কেউ ঠেকাতে পারবে না।
তিনি বলেন, আমি শতভাগ নিশ্চিত এখন শুধু অপেক্ষার পালা। তবে আশা রাখছি আমার পক্ষেই সবাই ভোট দেবেন।
আলম বলেন, এবারের ভোট সুষ্ঠু সুন্দর হবে তেমনটাই আশা রাখছি। সব কেন্দ্রে আমার এজেন্ট আছে।
হিরো আলম এবার বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই আসনে আওয়ামী লীগ প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনসহ আরও ৩ জন স্বতন্ত্র প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন।
ওআ/