সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আমি আর বিয়ে করতে চাই না : শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

দর্শকের ঘুম কেড়ে নেওয়া নায়িকার নাম শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সৌন্দর্য নিয়ে তিনি যেমন প্রশংসিত হন, তেমন ব্যক্তিগত জীবন নিয়ে হন সমালোচিত। একাধিক বিয়ে, রাজনৈতিক ভোলবদল— এসব নিয়ে নেটপাড়ায় নিয়মিত ট্রলের শিকার হন তিনি।

তবে এসব ট্রল গায়ে মাখেন না শ্রাবন্তী। ভারতীয় একটি গণমাধ্যমকে তিনি বলেন, আগে খুব কষ্ট হতো। ভাবতাম, আমার জীবনে খারাপ কিছু ঘটেছে বলেই আমি সফট টার্গেট। এখন কিছু যায়-আসে না। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক খবর লোকে বেশি দেখে। আমি কাজ করব, নিজের কর্মফল পাব, ব্যস।’

এদিকে ছেলে ও তার প্রেমিকাকে নিয়ে দেশ-বিদেশে ঘুরতে যাওয়া নিয়ে কম কথা শুনতে হয় না শ্রাবন্তীকে। এটা নিয়ে তিনি বলেন, ‘কুছ তো লোগ কাহেঙ্গে।

আমার জীবন একটাই, আমি তো ভুল কিছু করছি না। যারা আমাকে নিয়ে এ সব কথা বলছেন, আমি বিপদে পড়লে তারা কি বাঁচাতে আসবেন? কিন্তু সামনে পেলে তারাই আবার সেলফি তুলতে চাইবেন। বলবেন, শ্রাবন্তী, তোমার ভীষণ বড় ফ্যান।’

শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। তার মতে, তিনি সবার থেকে আলাদা বলেই তাকে নিয়ে এত কৌতূহল। অভিনেত্রীর কথায়, ‘তার মানে আমি সকলের থেকে আলাদা।

আমার মধ্যে নিশ্চয়ই কিছু আছে, তাই আলোচনা হয়। আমি যদি সাধারণ মেয়ের মতো অফিস করতাম, সংসার করতাম; তাহলে তো আলোচনা হতো না। তবে আমি ফেসবুকে এ সব দেখে হাসাহাসি করি।’

স্বামী রোশন সিংয়ের সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি শ্রাবন্তীর। চলছে মামলা। এর মাঝেই বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি বুঝতে পারি না, এগুলো কারা রটায়! কোনো পুরুষের সঙ্গে ছবি তুললেই নাকি প্রেম হয়ে যায়! যেহেতু আমার অতীতের সম্পর্কগুলোতে সমস্যা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কেউ আমার বিচার করতে পারেন না।

শুভ্রজিৎদার সঙ্গে ‘দেবী চৌধুরাণী’র মতো এত বড় ছবি করছি বলে অনেকের মনে হতে পারে, পরিচালকের সঙ্গে সম্পর্কের খাতিরে কাজ পেয়েছি। সেটা একদম ভুল ধারণা। আমি তো সদ্য এই ইন্ডাস্ট্রিতে আসিনি।

শুভ্রজিৎদা নিশ্চয়ই কোনো স্পার্ক দেখতে পেয়েছে বলেই এই প্রস্তাব দিয়েছে। আমি কিন্তু বরাবরই এই ধরনের পিরিয়ড ছবি করার কথা ‘ম্যানিফেস্ট’ করতাম।

আরো পড়ুন: জিৎ-স্বস্তিকার প্রেম ভাঙার গল্প

খাতা-কলমে তিনটি বিয়ে করেছেন শ্রাবন্তী। চতুর্থ বিয়ের পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এখনও বিবাহবিচ্ছেদের মামলা চলছে। বন্ধুবান্ধব আছে। আমি আর প্রেমে পড়তে বা বিয়ে করতে চাই না। কাজই আমার প্রেম।’

জীবনে যত নেতিবাচক ঘটনা ঘটুক, সবসময় পজিটিভ থাকেন বলে জানান শ্রাবন্তী। জীবন চলার পথে শত্রু চিনতে না পারলেও সাবধানে পা ফেলেন তিনি।

এসি/ আই. কে. জে/ 

শ্রাবন্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন