বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন

আরেকটিবার সুযোগ চাইলেন খায়রুজ্জামান লিটন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১০ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

আরেকটিবার মেয়র হওয়ার সুযোগ চাইলেন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন এখন সারাদেশে দৃশ্যমান। এর মধ্যে রাজশাহীতে স্থানীয়ভাবে উন্নয়নের যে ধারা চালু করেছি, সেটি অব্যাহত রাখতে চাই। রাজশাহীর মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। নগরবাসীর প্রতি আমার আহ্বান, আপনাদের কল্যাণে আরেকটিবার আমাকে সুযোগ দিন।’

সোমবার (১৯ জুন) দুপুর ১২টায় নগরীর নানকিং দরবার হলে মহানগর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ সুযোগ চান সাবেক এই মেয়র।

খায়রুজ্জামান লিটন বলেন, ‘নির্বাচনি তফসিল অনুযায়ী ২ জুন থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করি। প্রচারণার বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছি। ওয়ার্ড পর্যায়ে পাড়া-মহল্লায় ও হাটবাজারে গণসংযোগ করেছি। এসব প্রচারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নিয়েছেন। মেয়র পদে আমরা তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছি। ৩০টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে। সবমিলিয়ে ২১ জুন উৎসবমুখর ও আনন্দমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আমার নির্বাচনি ইশতেহারে প্রথমে কর্মসংস্থানের কথা উল্লেখ করেছি জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লিটন বলেন, ‘এবার রাজশাহীর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। ইতোমধ্যে বিসিক শিল্পনগরী-২ তৈরি করা হয়েছে। সেখানে বিনোয়োগকারী এনে শিল্পকারখানা গড়ে তুলবো। নগরীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের কার্যক্রম শুরু হয়েছে। সেখানে ১৪ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। পদ্মা নদীকে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে চাই। ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে গোদাগাড়ীর সুলতানগঞ্জ হয়ে রাজশাহী হয়ে আরিচা পর্যন্ত নৌপথ চালু করতে চাই। এটি চালু হলে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে, কর্মসংস্থান বাড়বে।’

নগরবাসীকে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী লিটন বলেন, ‘কোনও রকম ভয়ভীতি ছাড়াই আপনারা ভোটকেন্দ্রে আসুন। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন সবাই।’

তিনি আরও বলেন, ‘বিএনপিসহ সব দল নির্বাচনে এলে খুশি হতাম। কিন্তু তারা নানা শর্ত আরোপ করে নির্বাচনে এলো না, সেটি তাদের একান্ত বিষয়।’

আরো পড়ুন: কংগ্রেসম্যানদের চিঠিতে মিথ্যা তথ্য রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী যেভাবে পদক্ষেপ গ্রহণ করেছে, আমি মনে করি কেউ যদি নির্বাচনে অন্য কিছু করার চিন্তা করে তাহলে সফল হবে না জানিয়ে খায়রুজ্জামান লিটন বলেন, ‘নির্বাচনের সুন্দর পরিবেশের ব্যত্যয় ঘটানোর অপচেষ্টা করলে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। প্রয়োজনে আমাদের নেতাকর্মীরা জনগণকে নিয়ে তাদের প্রতিহত করবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদাত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও তবিবুর রহমান শেখ।

এম/


Important Urgent

খবরটি শেয়ার করুন