সোমবার, ২৬শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ইংলিশ প্রিমিয়ার লিগ

আর্সেনালকে হারিয়ে শিরোপার কাছে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫২ পূর্বাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ৪-১ গোলে আর্সেনালকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে আর্সেনালকে ধরাশায়ী করে পেপ গার্দিওলার শিষ্য কেভিন ডি ব্রুইনা-হলান্ডরা। 

এই লিগে টানা সপ্তম জয়ের দেখা পেল ম্যান সিটি। আর্সেনাল এ নিয়ে টানা চার ম্যাচ জয়শূন্য থাকলো। আগের তিনটি ম্যাচে ড্র করেছিল। আর সিটির বিপক্ষে এ নিয়ে টানা নয় ম্যাচ হারলো তারা। শেষবার জিতেছিল আট বছর আগে।

পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের ম্যাচ। পয়েন্ট ব্যবধান মাত্র ৫। তাই তো ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল-ম্যানচেস্টার সিটির ম্যাচকে বলা হচ্ছিল অলিখিত ‘ফাইনাল’। এ লড়াইয়ে যে জিতবে, কার্যত তারাই এক হাত রাখবে লিগ শিরোপায়।

কেভিন ডি ব্রুইনার দুই আর আর্লিং হলান্ড ও জন স্টোনসের একটি করে গোলে আর্সেনালকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। শেষ দিকে সিটিজেনদের গা ছাড়া ভাবের সুযোগ নিয়ে গানারদের হয়ে এক গোল শোধ দেন রব হোল্ডিং।

এই হারের পরও লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে আর্সেনাল। ৩৩ ম্যাচে গানারদের পয়েন্ট ৭৫। আর ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে পেপ গার্দিওলার দল। দুই ম্যাচ কম খেলায় লিগ শিরোপায় সিটিজেনরা এক হাত দিয়ে রেখেছে, এটা বলাই যায়।

ঘরের মাঠ ইতিহাদে আর্সেনালের বিপক্ষে নিজেদের প্রায় অজেয় বানিয়ে ফেলেছে ম্যানসিটি। ২০১৫ সালের পর ঘরের মাঠে গানারদের কাছে হারেনি সিটিজেনরা। সেই ধারা অব্যাহত রেখেছে এ ম্যাচেও। বিরতিতে যাওয়ার আগে ডি ব্রুইনা ও স্টোনসের গোলে ২-০-তে এগিয়ে ছিল ম্যানসিটি।

আরো পড়ুন: তুর্কমেনিস্তানকে ৬ গোলে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

ম্যাচের ৬ মিনিটে হলান্ডের অ্যাসিস্ট থেকে গোল উৎসবের শুরুটা করেন ডি ব্রুইনা। আর সিটির দ্বিতীয় গোল আসে প্রথমার্ধের যোগ হওয়া সময়ে। ডি ব্রুইনার ফ্রি-কিক থেকে হেডে গোল করেন স্টোনস। আর দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে আবারও হলান্ডের অ্যাসিস্ট থেকে গোল করেন ডি ব্রুইনা।

আর যোগ করা সময়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পান হলান্ড। লিগে এই মৌসুমে এটি তার ৩৩তম গোল। আর সব প্রতিযোগিতা মিলে ৪৯তম।

এম/

 

আর্সেনাল শিরোপা. ম্যানসিটি

খবরটি শেয়ার করুন