সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আলোচনা হবে বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে: মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩

#

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার - ছবি: সংগৃহীত

মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে তত্ত্বাবধায়ক সরকার নয়, আলোচনা হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে। হোয়াইট হাউজের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

স্থানীয় সময় সোমবার (১০ জুলাই) দুপুরে ওই নিয়মিত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হবে কিনা সে বিষয়ে জানতে চান এক সাংবাদিক। তবে জবাবে তত্ত্বাবধায়ক শব্দটি একবারও উচ্চারণ করেননি মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র। 

ওই সাংবাদিক প্রশ্ন করেন, ‘আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু শিগগিরই বাংলাদেশ সফর করবেন। তারা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ক্ষমতাসীন সরকার ও বিরোধী দল বিএনপির সঙ্গে আলোচনা করবেন কিনা। যখন মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে।’

জবাবে পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, ১১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বাংলাদেশ সফর করবেন। সফরকালে তিনি সরকারের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে রোহিঙ্গা শরণার্থী সংকট, শ্রমিক অধিকার, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানবপাচারের মতো বিষয়গুলো আলোচনা করবেন।

এছাড়া এই সফরে উজরা জেয়া মতপ্রকাশের স্বাধীনতা ও শ্রম অধিকার নিয়ে নাগরিক সমাজের নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন। আলোচনায় সুশাসন ও গণতন্ত্র গুরুত্ব পাবে বলেও জানান মুখপাত্র মিলার।

‘যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভূক্তিমূলক নির্বাচন দেখতে চায়। তবে চীন, রাশিয়া ও ইরান এটাকে হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কি’- সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘আমি জানাতে চাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে বারবার করে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরাও এমনটা চাই।’

তিনি আরও বলেন, ‘গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের বন্ধু ও অংশীদার হিসেবে আমরা কখনও কোনো একটি নির্দিষ্ট দলকে সমর্থন করি না। আমাদের সমর্থন সবসময়ই একটি প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে।’

এর আগে সম্প্রতি হোয়াইট হাউজের এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের বিষয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র দফতরের এই মুখপাত্র বলেন, আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক দল অংশ নেবে কিনা তা বাংলাদেশের একান্তই অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো মাথাব্যথা নেই। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবারই (১১ জুলাই) বাংলাদেশ সফরে আসছে। সংশ্লিষ্ট সূত্র মতে, প্রতিনিধি দলে দেশটির অর্থনৈতিকবিষয়ক আন্ডার সেক্রেটারি জোসে ডব্লিউ ফার্নান্দেজ ও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও থাকছেন।

আরো পড়ুন: আজ আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া

সূত্র বলছে, সফরে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া মার্কিন প্রতিনিধিদলটি ঢাকা সফরের সময় আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে দু’দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

এম/


আলোচনা বাংলাদেশ

খবরটি শেয়ার করুন