রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আশুলিয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

রাজধানীর উপকণ্ঠ সাভারের আশুলিয়ায় ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে আটক করেছে পুলিশ।

আশুলিয়ার জামগড়া থেকে মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। 

আটক ব্যক্তির নাম জসিম উদ্দিন (৫৫)। সে আশুলিয়ার জামগড়ার বেরন এলাকার বাসিন্দা।

এব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী অমিত বলেন, স্বামী প্রবাসে থাকায় ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন প্রতিবেশী ও তার শ্বশুরবাড়ির আত্মীয় জসিম। তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন। ওই নারী প্রায় চার মাস আগে আশুলিয়া থানায় জসিমের নামে মামলা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জামগড়া এলাকা থেকে আসামিকে আটক করা হয়েছে বলে জানান তিনি। 

বুধবার (১৬ আগস্ট) দুপুরে তাকে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের (সিজেএম) আদালতে পাঠানো হয়েছে।

এম.এস.এইচ/

ধর্ষণ আশুলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন