শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাহফুজ-সারজিসরা গণ–অভ্যুত্থানের প্রকৃত নায়ক নন, যা বললেন মুজাহিদুল ইসলাম সেলিম *** মানুষের শরীরে শূকরের যকৃৎ, চীনা চিকিৎসকদের সাফল্য *** দায়মুক্তি পাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনের ৮টি ধারার মামলার আসামিরা *** নোবেল না পেলে ট্রাম্পের প্রতিক্রিয়া কী হবে—শঙ্কিত নরওয়ে *** অবশেষে গাজায় শান্তির আভাস, শান্তিচুক্তি সই *** সেফ এক্সিটকে সন্দেহের চোখে দেখছে বিএনপি, বিব্রত কোনো কোনো উপদেষ্টা *** থেমেছে ইসরায়েলি যুদ্ধবিমান–কামানের গর্জন, ২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী *** জামায়াতে ৪৩ শতাংশ নারী—এটা খুশির খবর, কিন্তু তাদের দেখা যায় না: শারমীন মুরশিদ *** তহবিলসংকটের কারণে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাচ্ছে জাতিসংঘ *** খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি: রিজভী

আসছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৩

#

জনপ্রিয় প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। ফাইল ছবি

দেশের জনপ্রিয় প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। প্রয়াত এই সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানগুলো শোনা যাবে আগামী বছর থেকে। এমন উদ্যোগ নিয়েছে আইয়ুব বাচ্চুর ফাউন্ডেশন। এরই মধ্যে ফাউন্ডেশনটি গানগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দেয়ার কার্যক্রম হাতে নিয়েছে।

এ প্রসঙ্গে ফাউন্ডেশনের অন্যতম সদস্য গীতিকবি নিয়াজ আহমেদ অংশু গণমাধ্যমে বলেন, অনেক দিন ধরেই বাচ্চু ভাইয়ের অপ্রকাশিত গানগুলো প্রকাশ করার পরিকল্পনা করছিলাম। মূলত গানগুলো নিখুঁতভাবে প্রকাশ করার জন্যই আমরা সময় নিচ্ছি। তিনি সবসময় তার গানের ব্যাপারে অনেক যত্নশীল ছিলেন। একই রকমভাবে যত্ন নিয়ে গানগুলো প্রকাশ করতে চাই আমরা।

জানা গেছে, বেঁচে থাকা অবস্থায় নিয়মিত নতুন গান রেকর্ড করতেন আইয়ুব বাচ্চু। তবে নানা কারণে জীবনের শেষ সময়ে বেশ কিছু গান প্রকাশ করে যেতে পারেননি তিনি। এ ছাড়া কিছু গানের সুর করা আছে, রেকর্ডিং বাকি, কিছু গানের মিক্সিং বাকি। আগামী বছর থেকে সে গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করতে চায় ফাউন্ডেশনটি।

অংশু আরও জানান, আইয়ুব বাচ্চু শুধু এলআরবির জন্যই গান করেননি, তিনি কাজ করেছেন অনেক গীতিকার ও সুরকারদের সঙ্গে। তাই তাদের কারও কাছে যদি কোনো অপ্রকাশিত গান বা সুর থেকে থাকে, তাহলে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের কাছে জমা দেওয়ার আহ্বানও জানান তিনি।

বিগত দুই বছর ধরে আইয়ুব বাচ্চুর জন্ম-মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন আয়োজন করে আসছে ফাউন্ডেশনটি। পাশাপাশি মেধাস্বত্ব সংরক্ষণ, ডিজিটাল আর্কাইভ তৈরি করছেন তারা।

এ বি নামেও বেশ পরিচিত ছিলেন আইয়ুব বাচ্চু। ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। ২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় এই ব্যান্ড তারকা।

এসকে/ 

সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু গীতিকবি ফাউন্ডেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250