বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আসছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সার্চ ইঞ্জিন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ৬ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত।

ইন্টারনেট ব্রাউজিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে যোগ দিতে নতুন সার্চ ইঞ্জিন আনতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। মাইক্রোসফট ও ওপেনএআইর এআই চ্যাটবট চ্যাটজিপিটি-নির্ভর বিং সার্চ ইঞ্জিনকে টেক্কা দিতেই গুগলের এমন উদ্যোগ। পাশাপাশি গুগল নিজস্ব ক্রোম সার্চ ইঞ্জিনে ‘ম্যাগি’ নামে নতুন এআই চ্যাটবট যুক্ত করতে কাজ করছে।

এ চ্যাটবট বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং-বিষয়ক কোডও লিখতে পারবে। এ চ্যাটবটে থাকবে ‘সার্চঅ্যালং’ ফিচার, যা ব্যবহারকারীকে প্রাসঙ্গিক তথ্য প্রদানের পাশাপাশি কথোপকথনের সুযোগ দেবে। এ ফিচারের আওতায় নির্দিষ্ট সার্চিংয়ের বাইরে আর কোনো তথ্য প্রয়োজন কিনা, তা চ্যাটবটকে জানানো যাবে। ফলে ব্যবহারকারী আরও প্রাসঙ্গিক সার্চ ফল পাবেন।

‘জিফি’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারী গুগল ইমেজ সার্চ অপশনে ছবি এঁকে তথ্য খোঁজার সুযোগ দেবে। ‘টিভলি টিউটর’ নামে ফিচারের মাধ্যমে নতুন ভাষাসহ নানা বিষয় শেখা যাবে। নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে ভার্জ জানিয়েছে, গোপনীয়তা রক্ষা করে এআইনির্ভর সার্চ ইঞ্জিন আনতে কাজ করছে গুগল। নতুন সার্চ ইঞ্জিন ও চ্যাটবট ডেভেলপের প্রাথমিক পর্যায়ে আছে কোম্পানিটি।

আরো পড়ুন: নতুন ডিভাইসেই সরাসরি গুগলে লগইন করা যাবে

এ কাজে ১৬০ জনের বেশি ডেভেলপার যুক্ত রয়েছেন। এ বিষয়ে গুগলের পক্ষ থেকে কিছু জানানো না হলেও ধারণা করা হচ্ছে, চলতি বছর বার্ষিক ডেভেলপার সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত উপস্থাপন করবে গুগল। এদিকে এর আগে চলতি বছরেই ‘গুগল বার্ড’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর অ্যাপের পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছিল গুগল। তবে দক্ষতায় গুগলের বার্ড মাইক্রোসফটের চ্যাটজিপিটির ধারেকাছেও আসতে পারেনি।

এমএইচডি/ আইকেজে 

ইন্টারনেট ব্রাউজিং কৃত্রিম বুদ্ধিমত্তা গুগল চ্যাটবট চ্যাটজিপিটি

খবরটি শেয়ার করুন