ছবি-সুখবর
হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহমুদুল হাসান তার নতুন মৌলিক গানের কণ্ঠ দিতে এখন কলকাতায় অবস্থান করছেন। ৩১ অক্টোবর গানটিতে ফাইনাল কণ্ঠ দিবেন তিনি। গানটির কথা, সুর ও সংগীতায়োজনে আছেন কলকাতার বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী ও সংগীত পরিচালক শুভাশিস মুখোপাধ্যায়।
গানটি সম্পর্কে বলতে গিয়ে শিল্পী সুখবরকে বলেন, ‘সব কথা বলতে নেই’ শিরোনামে গানটির সুর অত্যন্ত চমৎকার ও হৃদয়গ্রাহী। এই গানটি শ্রোতাবৃন্দের মনে ঠাঁই পাবে- এ ব্যাপারে আমি আশাবাদী।
আরো পড়ুন: বিটিএসের গায়ক ভি-কে বিয়ের প্রস্তাব! কি হাল হলো তরুণীর?
২০১১ সালে তার প্রথম একক এলবাম জন্মভূমি রিলিজ হয়। এই সময়ে কয়েকটি মিক্সড এলবামেও তার বেশকিছু গান রিলিজ হয়। গত বছরে শরীফ লিয়াকত হোসেন দিপু’র কথায় ও মুহিন খানের সুরে মায়াজাল গানটিও বেশ প্রশংসা লাভ করে।
গীতিকার রাজিব রাজিবুল হাসানের লেখা আরও দুটি মৌলিক গান প্রকাশের অপেক্ষায় রয়েছে। শিল্পী মাহমুদুল হাসান বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
এসি/ওআ