রবিবার, ২রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের *** মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ ঢাকার *** সরকার ‘গোপন সমঝোতা’ করলে লেভেল প্লেয়িং ফিল্ড ভঙ্গ হতে পারে: গোলাম পরওয়ার *** জাকির নায়েকের সম্ভাব্য সফর নিয়ে দিল্লির বক্তব্যের জবাব দিলো ঢাকা *** প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা *** বঙ্গভবন থেকে মুজিবের ছবি নামানো ‘অন্যায়’ হয়েছে: সেলিম *** ভারতের ভেঙ্কটেশ্বর মন্দির যে কারণে আজ আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে *** আমরা মদিনার ইসলামের চর্চা করি, মওদুদীর ইসলামের অনুসারী নই: সালাহউদ্দিন *** নাজমুল শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক *** ২০২৬ সালে বিশ্ববাজারে জিনিসপত্রের দাম আরও ৭ শতাংশ কমতে পারে, বাংলাদেশে কী হবে

ইংল্যান্ডকে হারিয়ে আফগানিস্তানের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দিল্লীর এই মাঠেই গত ম্যাচে ২৭২ রান করে ভারতের বিপক্ষে পাত্তাই পায়নি আফগানরা। সেই একই মাঠে রোববার (১৫ অক্টোবর) প্রথম ইনিংস শেষে আফগানদের স্কোরবোর্ডে রান ছিল ২৮৪। অনুমিত ছিল, ইংল্যান্ডের শক্তিশালী বোলিং লাইনের বিপক্ষে ধোপে টিকবে না এই সংগ্রহ। তবে সেই রান নিয়ে রীতিমতো ইংল্যান্ডকে নিয়ে ছেলেখেলা করলো আফগানরা। ইংল্যান্ডকে হারিয়ে এবারের বিশ্বকাপের প্রথম অঘটন অঘটন ঘটিয়েছে আফগানিস্তান।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত যে ইংলিশ অধিনায়ক জস বাটলারের জন্য কতবড় ভুল ছিল, তা ম্যাচ শেষে এখন স্পষ্ট হয়ে গেছে। টস হেরে ব্যাট করতে নেমে রহমানুল্লাহ গুরবাজের ব্যাটিং তাণ্ডবে ২৮৪ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে আফগানিস্তান।

দিল্লীর অরুণ অরুন জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের এই তৃতীয় ম্যাচে ৬৯ রানে হেরেছে ইংল্যান্ড। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের মাটিতে নামিয়ে আনার পেছনে বড় ভূমিকা রেখেছেন দুই আফগান স্পিনার মুজিব উর রহমান ও রশিদ খান। তিনটি করে উইকেট নিয়েছেন এই দুই স্পিনার।

এই হারে সেমিফাইনালের লড়াইয়ে অনেকটা পিছিয়ে গেল ইংলিশরা। তিন ম্যাচে মাত্র এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচেই থেকে গেলেও সাবেক চ্যাম্পিয়নদের জন্য সেরা চারের রাস্তাটা এখন বেশ কঠিন। অন্যদিকে, ইংলিশদের বিপক্ষে এই জয়ে পয়েন্ট টেবিলের তলানি থেকে খানিকটা উপরে উঠে এসেছে আফগানিস্তান।  

টস হেরে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের তুলোধুনো করতে থাকেন গুরবাজ। অন্যপ্রান্তে ইব্রাহিম জাদরান রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকলেও গুরবাজ ক্রিস ওকসকে মেরে খেলছিলেন। তাতে ৩৩ বলেই অর্ধশতকে পৌঁছে যান তিনি।

আরো পড়ুন: ইংল্যান্ডকে ২৮৫ টার্গেট দিলো আফগানিস্তান

আফগানিস্তানের দলীয় শতক পার হওয়ার কিছুক্ষণ পর আদিল রশিদের বলে জো রুটকে ক্যাচ দিয়ে ফেরেন জাদরান। ৪৮ বলে ২৮ রান করেন তিনি। এরপর রহমত শাহকেও স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন রশিদ। বিধ্বংসী ইনিংস খেলে গুরবাজ ফেরেন রান আউট হয়ে।

হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমারজাই এবং মোহাম্মদ নবি কেউই পেরোতে পারেননি ২০ রানের ঘর। শেষদিকে রশিদ খান এবং মুজিব উর রহমানের ঝোড়ো ইনিংসে ২৫০ পেরোয় আফগানরা। ইকরাম আলখিলি ভালোভাবে সঙ্গ দিয়েছেন তাদের। এবারের বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে অর্ধশতকের দেখা পেয়েছেন তিনি। বাঁহাতি এই ব্যাটার ফেরার পর দ্রুত গুটিয়ে যায় আফগানদের ইনিংস। 

আফগানদের হয়ে সর্বোচ্চ ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন রহমানউল্লাহ গুরবাজ। ৫৭ বলে ৪ ছক্কার পাশাপাশি ৮ টি চার মেরেছেন তিনি। এবারের বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে অর্ধশতকের দেখা পেয়েছেন ইকরাম আলিখিল।  

স্কোর 

AFG: ২৮৪/১০(৪৯.৫)
ENG: ২১৫/১০(৪০.৩)

এসকে/

আফগানিস্তান ক্রিকেট বিশ্বকাপ ইংল্যান্ড জয় পরাজয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250