শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ইনস্টাগ্রামে একাধিক মেনশন ফিচার আসছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

মেটার মালিকানাধীন জনপ্রিয় ফটো এবং ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হল ইনস্টাগ্রাম। একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে যা ইউজারদের একটি স্টোরিতে একাধিক ইউজারদের ট্যাগ করার অনুমতি দেবে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের এই নতুন ফিচারের নাম হল গ্রুপ মেনশন ফিচার।

এই ফিচার ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের সময় অনেকটাই বাঁচিয়ে দেবে। এদিকে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ডিভাইসগুলোর জন্য একটি আপডেট এনেছে ইনস্টাগ্রাম।

ফোল্ডেবল স্ক্রিনের জন্য বিশেষভাবে এই নতুন আপডেট ডিজাইন করা হয়েছে। এই আপডেট বিজোড় আকৃতির অনুপাত এবং লেআউট সমস্যাগুলোর সমাধান করে, যা আগের সংস্করণগুলোতে ছিল না।

মেটার এই নতুন আপডেট নিশ্চিত করে যে, বিষয়বস্তু বড় পর্দায় ভালভাবে ফিট করবে। রিলগুলো এখন কোন কালো বার ছাড়াই সঠিকভাবে দেখা যাবে এবং স্টোরি, ইমেজ এবং অ্যাপের মাধ্যমে নেভিগেট করা অনেক মসৃণ হবে। 

ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোঁসেরি এই নতুন ফিচার নিয়ে জানিয়েছেন, ব্যবহারকারীরা ছবিতে একবার একাধিক ব্যবহারকারীকে মেনশন করলে তাদের যে কেউ তা স্বয়ংক্রিয়ভাবে নতুন স্টোরিতে সবাইকে ট্যাগ করতে পুনরায় ব্যবহার করতে পারবেন। 

আর.এইচ

মেটা

খবরটি শেয়ার করুন