ছবি: সংগৃহীত
উগ্রবাদ ও সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশের সাথে একযোগে কাজ করবে ভারত এবং একইসাথে বাংলাদেশের উন্নয়নেও ভারত পাশে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৯ আগস্ট) জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
প্রণয় ভার্মা বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই যাত্রায় প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের পাশে আছে ভারত। আমাদের সম্মিলিত প্রচেষ্টা বাণিজ্য, কানেকটিভিটি, নিরাপত্তা ও উভয় দেশের মানুষের মেলবন্ধনকে আরও বিকশিত করছে। আমরা উগ্রবাদ ও সহিংসতার বিরুদ্ধে একসঙ্গে কাজ করব বলে একমত হয়েছি।’
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সামনে নির্বাচন। নির্বাচন নিয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, নির্বাচন বিষয়ে সংবিধানের বাইরে কিছু হবে না। সংবিধানের বাইরে নির্বাচন হবে না।
আলোচনা সভায় বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সভাপতি রশিদুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. মোজাফফর হোসেন, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, আবেদ খান, সংসদ সদস্য বেনজির আহমেদ, আরমা দত্ত, বাসন্তী চাকমা প্রমুখ।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন