রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থালা-বাটি নিয়ে শিক্ষকদের ‘ভুখা মিছিল’ আজ *** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’

জানুন কোন বয়সে কতটুকু হাঁটলে আপনি সুস্থ থাকবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বয়স অনুযায়ী হাঁটার প্রয়োজনীয়তা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, তবে সাধারণত কিছু গাইডলাইন রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী। বয়সভেদে কতটুকু হাঁটতে হবে তার পরামর্শ দেন বিশেষজ্ঞরাও। দেখে নিন কোন বয়সে কতটুকু হাঁটলে আপনি সুস্থ থাকবেন-

১. শিশু (৫-১৭ বছর): প্রতিদিন কমপক্ষে ৬০ মিনিট হাঁটলে ভালো। তবে এই সময়ের মধ্যে থাকলে উপকার পাওয়া যাবে। শারীরিক সক্রিয়তা তাদের হাড়, পেশি এবং সামগ্রিক মানসিক বিকাশের জন্য জরুরি। হাঁটার পাশাপাশি খেলাধুলা এবং অন্যান্য শারীরিক কার্যকলাপও গুরুত্বপূর্ণ।

২. তরুণ ও প্রাপ্তবয়স্ক (১৮-৬৪ বছর): এই বয়সীদের জন্য প্রতিদিন ৩০-৬০ মিনিট (মাঝারি তীব্রতায়), সপ্তাহে অন্তত ৫ দিন হাঁটতে হবে। এটি হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য, ওজন নিয়ন্ত্রণ এবং মানসিক চাপ কমানোর জন্য সহায়ক।

৩. বয়স্ক (৬৫ বছর ও তার বেশি): প্রতিদিন অন্তত ৩০ মিনিট, মাঝারি গতিতে। পেশি শক্তি বজায় রাখা, ভারসাম্য উন্নত করা এবং ফুসফুস ও হৃদ্‌যন্ত্রের কার্যক্ষমতা ধরে রাখতে সহায়ক। ধীরে হাঁটলেও নিয়মিত হাঁটা গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন : শীতকালে ঠান্ডা নাকি গরম, কোন পানিতে গোসল করা ভালো?

বিষয়ভিত্তিক পরামর্শ-

১. ওজন কমানোর জন্য হাঁটা: প্রতিদিন ১০,০০০ পা হাঁটার লক্ষ্য রাখুন। এটি প্রায় ৭-৮ কিলোমিটার সমান।

২. স্বাস্থ্য সমস্যা থাকলে: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাঁটার মাত্রা ঠিক করুন।

৩. তীব্রতা বাড়ানোর জন্য: ধীরে ধীরে গতি বাড়ান বা হালকা জগিং যোগ করুন।

গুরুত্বপূর্ণ টিপস-

১. আরামদায়ক জুতা ব্যবহার করুন।

২. হাঁটার সময় যথেষ্ট পানি পান করুন।

৩. হাঁটার সঠিক সময় সকালে বা বিকেলে রাখুন, বিশেষ করে গরমের দিনে।

আপনার জীবনযাত্রা বা শারীরিক অবস্থার উপর ভিত্তি করে সুনির্দিষ্ট পরামর্শ প্রয়োজন হলে একজন পেশাদার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

এস/ আই.কে.জে/  

হাঁটাহাঁটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250