রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

উয়েফায় দল পাঠাতে চায় সৌদি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

গত সপ্তাহে শুরু হয়েছে সৌদি প্রো লিগ। এবারের লিগের আকর্ষণ ইউরোপ-মাতানো বড় বড় তারকারা ভিড় জমিয়েছেন সৌদি প্রো লিগে। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, নেইমার, জর্ডান হেন্ডারসন, এনগোলো কান্তেরা এখন সৌদি আরবে। 

সৌদি আরবের ক্লাবগুলো দুটি আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে। ইউনিয়ন অব আরব ফুটবল অ্যাসোসিয়েশন (ইউএএফএ) আয়োজিত আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ, যেটি কিছুদিন আগে জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। আরব বিশ্বের শীর্ষ লিগে খেলা ক্লাবগুলো এই টুর্নামেন্টে অংশ নেয়। এ ছাড়া এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফপি) এশিয়ান চ্যাম্পিয়নস লিগ তো আছেই। 

করিয়েরে দেল্লো স্পোর্ত জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে ইউরোপের চ্যাম্পিয়নস লিগে সৌদি আরবের ক্লাবের অংশ নেওয়ার অনুমতি চাইবেন দেশটির ফুটবল কর্তারা। ‘ওয়াইল্ড কার্ড’-এর মাধ্যমে এই টুর্নামেন্টে সৌদি ক্লাবের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চান তাঁরা। আর সেটি ২০২৪-২৫ মৌসুম থেকেই শুরু করতে চায় সৌদি আরব।

২০২৪-২৫ চ্যাম্পিয়নস লিগ হবে নতুন ফরম্যাটে। এটিকে বলা হয় ‘সুইস-সিস্টেম’, যেখানে আগের মতো আর ৩২টি দল অংশ নেবে না, আরও ৪টি দল বাড়িয়ে ২০২৪-২৫ মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগ হবে ৩৬ দলের টুর্নামেন্ট। লিগ পদ্ধতিতে ৮টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। শীর্ষ ৮টি দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোয়। ৯ম থেকে ২৪তম দলগুলোর মধ্যে দুই লেগের প্লে–অফ ম্যাচের ভিত্তিতে নির্ধারিত হবে শেষ ষোলোর অন্য দলগুলো। 

উয়েফার কাছে সৌদি প্রো লিগজয়ী দলকে ২০২৪-২৫ চ্যাম্পিয়নস লিগে ‘ওয়াইল্ড কার্ড’–এর মাধ্যমে খেলতে দেওয়ার অনুমতি চাইবে সৌদি আরবের ফুটবল কর্তৃপক্ষ। এতে আল ইত্তিহাদ, আল আহলি, আল হিলাল ও আল নাসরের মতো ক্লাবগুলো আন্তর্জাতিকভাবে আরও খ্যাতি কুড়াবে বলে বিশ্বাস করে সৌদি আরব। এই চারটি ক্লাবই সৌদি সরকারের নিয়ন্ত্রণাধীন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ)।

আর.এইচ 

সৌদি প্রো লিগ সৌদি প্রো লিগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250