সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নজরুলসংগীত বিকৃত : এ আর রহমানের বিরুদ্ধে মামলা হওয়া উচিত—অজয় চক্রবর্তী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

নজরুলসংগীত বিকৃত করার অভিযোগ উঠেছে সুরকার এ আর রহমানের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাঙালিরা প্রতিবাদ জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত স্বয়ং রহমান এই বিষয়ে মুখ খোলেননি। বাংলার সঙ্গীত জগতে সুরকারের এই ‘কীর্তি’ আঘাত হেনেছে শ্রোতাদের মনে। রহমানের এই সৃষ্টি দেখে হতাশা প্রকাশ করেছেন পণ্ডিত অজয় চক্রবর্তী এবং হৈমন্তী শুক্লা।

পণ্ডিত অজয় চক্রবর্তী গানটার কিছু অংশ শুনেছেন। তিনি বললেন, ‘‘আমার ভাল লাগেনি। ওঁর মতো অত্যন্ত সুপরিচিত সুরকারের কাছে আমরা এটা আশা করি না।’’ ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, গানটা নিয়ে যা খুশি করা হবে? মামলা হওয়া উচিত! একই সঙ্গে শিল্পী মনে করিয়ে দিতে চাইলেন, যে এ রকম কোনও ঘটনা ঘটলে কিছু দিনের জন্য তার উত্তাপ থাকে। কিন্তু তারপর মানুষ ভুলে যায়।

শিল্পী বললেন, ‘‘সরকারি পদক্ষেপ প্রয়োজন। লিখিতভাবে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানো উচিত।’’ অজয় চক্রবর্তী মনে করেন, রবীন্দ্রনাথ ঠাকুরের তুলনায় কাজী নজরুল ইসলামের পরিচিতি কম হয়ে থাকার নেপথ্যে দায় বাঙালি জাতির।

তাঁর কথায়, ‘‘আমরা ওঁর সম্পর্কে ততটা জানি না। কিন্তু সঙ্গীতের বহু ক্ষেত্রে কিন্তু রবীন্দ্রনাথের তুলনায় নজরুল ইসলামের অবদান বেশি।’’

রহমানের সঙ্গে ব্যক্তিগত পরিচয় রয়েছে পণ্ডিত অজয় চক্রবর্তীর। তিনি বললেন, ‘‘ওঁর কাছে নিশ্চয়ই তথ্য ছিল বলেই ও সাহস পেয়েছে। আসলে আমাদেরও প্রচুর ত্রুটি রয়েছে।’’ এই গানের সঙ্গে স্বাধীনতা সংগ্রামের যোগসূত্রের কথা মনে করিয়ে দিয়ে তিনি বললেন, ‘‘এই ধরনের গান বাঙালিদের মনে একটা অন্য অর্থ বহন করে। সেখানে নাড়া দিলে তো ভাল লাগবে না। ওঁর আরও গবেষণা করে কাজটায় হাত দেওয়া উচিত ছিল।’’

আরো পড়ুন: শামিকে বিয়ে করতে প্রস্তুত যে বলিউড অভিনেত্রী

রহমানের করা সুরে গানটি নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছে, সে সম্পর্কে অবগত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বললেন, ‘‘বাংলার সঙ্গীত নিয়ে যে ওঁর কোনও ধারণা নেই, সেটাই বুঝতে পারলাম। বাঙালি সংস্কৃতিকে এরা ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে।’’ 

কথা প্রসঙ্গেই অরিজিৎ সিংহের প্রসঙ্গ তুললেন বর্ষীয়ান শিল্পী। বললেন, ‘‘অরিজিৎ যখন ‘মন রে কৃষিকাজ জানো না’ গাইল, তখন দেখলাম সমালোচনার ঝড় উঠল। কিন্তু ও তো ভাল গেয়েছে।’’

হৈমন্তীর মতে, যে কাজ ভাল তার প্রশংসা করতেই হয়। একই ভাবে কোনও খারাপ কাজের সমালোচনাও করা উচিত। বললেন, ‘‘রহমানের ‘জয় হো’ গানটিও আমার পছন্দ নয়। এই নিয়ে এক বার মান্নাদা-র (সঙ্গীতশিল্পী মান্না দে) সঙ্গেও আমার কথা হয়েছিল।

উনিও তখন সমালোচনা করেছিলেন। রহমান কীভাবে এই সাহস অর্জন করলেন, তা ভেবে অবাক হয়ে গিয়েছি।’’ তবে যাঁরা এই গানটি গেয়েছেন তাঁদের কোনও রকম দোষারোপ করতে নারাজ শিল্পী।

হৈমন্তী বললেন, ‘‘ছোট ছোট ছেলেমেয়ের কাছে রহমানের সুরে গান গাওয়ার সুযোগটাই বড়। কিন্তু তাঁরা প্রতিবাদ কেন করলেন না, সেটা বুঝলাম না।’’

এসি/ আই. কে. জে/ 


এ আর রহমান অজয় চক্রবর্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন