শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

এক চার্জে ১৪০ কিলোমিটার চলবে এই বাইক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দিন দিন বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। বিশেষ করে বাইকের বাজারে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন নতুন কোম্পানি। অভিজ্ঞ নির্মাতাদের পাশাপাশি বিপুল সংখ্যক স্টার্টআপ সংস্থাও এই দৌড়ে যোগ দিচ্ছে। সম্প্রতি স্টার্টআপ বৈদ্যুতিক যানবাহন নির্মাতা এমএক্স ম‌টো ভারতের বাজারে প্রথমবারের মতো বৈদ্যুতিক বাইক লঞ্চ করেছে। তাদের বাইকটির মডেল এমএক্স৯। 

এই বৈদ্যুতিক বাইকটিতে রয়েছে এলইডি টার্ন ইন্ডিকেটর এবং এলইডি টেল লাইটসহ একটি বৃত্তাকার এলইডি হেডলাইট। বাইকটির সামনে আছে টেলিস্কোপিক ফোর্ক এবং পিছনে মনোশক সাসপেনশন। এমএক্স৯ ইলেকট্রিক মোটরসাইকেলে ব্যাটারি হিসেবে ইনস্টল করা হয়েছে ৩.২ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। বলা হচ্ছে, ব্যাটারি ফুল চার্জ হলে এই বাইকটি ১৩০-১৪০ কিমি রেঞ্জ দিতে পারবে।

এই বৈদ্যুতিক বাইকটিতে একটি ৪ হাজার ওয়াট ক্ষমতা হাব মোটর ইনস্টল করা হয়েছে। এটি ১৪০ এনএম এর পিক টর্ক উৎপাদন করে। রাইডের সময় ব্যাটারি চার্জ করতে ব্যবহার করা হয়েছে রিজেনারেশন প্রযুক্তি। ব্রেকিং উন্নত করতে উভয় চাকায় ডিস্ক ব্রেক ইনস্টল করা হয়েছে। 

এমএক্স৯ বৈদ্যুতিক বাইকটি অনেক আধুনিক বৈশিষ্ট্যে সজ্জিত। আজকাল প্রতিটি বৈদ্যুতিক দুই চাকার গাড়িতেই যেমনটা দেখা যায়। 

এতে ইউএসবি পোর্ট, টিএফটি ডিসপ্লে, নেভিগেশন ফিচার, ব্লুটুথ কানেক্টিভিটি, ক্রুজ কন্ট্রোল, পার্কিং অ্যাসিসটেন্স ও হিল অ্যাসিসটেন্স সহ এলইডি টার্ন ইন্ডিকেটরের মতো ফিচার থাকছে। গ্রাহকরা অনলাইনে বুক করতে পারবেন মোটরসাইকেলটি। 

ভারতের বাজারে আকর্ষণীয় ফিচার ও শক্তিশালী ব্যাটারির এই ইলেকট্রিক মোটরসাইকেলের দাম নির্ধারণ করা হয়েছে ১.৪৬ লাখ রুপি (এক্স শোরুম)। 

ওআ/

বাইক

খবরটি শেয়ার করুন