সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এক ফ্রেমে জয়া ও মিথিলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

এক ফ্রেমে জয়া আহসান ও রাফিয়াথ রশিদ মিথিলা - ছবি: ফেসবুক থেকে নেওয়া

নির্মাতা সৃজিত মুখার্জি ও দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসানের প্রেমের গুঞ্জন বেশ পুরোনো। তবে সম্প্রতি আবার আলোচনায় এসেছে তাদের সম্পর্ক। কারণ, দীর্ঘ পাঁচ বছর পর তারা একসঙ্গে কাজে ফিরছেন। আর এবার সৃজিত মুখার্জির স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও জয়া আহসানকে এক ফ্রেমে দেখা গেছে।

এ ছাড়া জয়ার সঙ্গে সৃজিতের প্রেমের বিষয়টি মোটেই ভাবায় না মিথিলাকে; বরং তিনি এটা স্বাভাবিকভাবেই দেখেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তার প্রমাণ মিলল।

জয়া আহসান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি অনুষ্ঠানের কিছু ছবি প্রকাশ করেছেন। সেখানে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেছেন। কখনও গা ঘেঁষে বসে। আবার কখনও জয়া মিথিলাকে পরম আদরে খাইয়েও দিয়েছেন অভিনেত্রী।


মিথিলাকে খাইয়ে দিচ্ছেন জয়া  ছবি: ফেসবুক থেকে নেওয়া


এদিকে স্বামীর সাবেকের সঙ্গে মিথিলাকে দেখে চর্চায় মেতে ওঠেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘তার জামাইকে খেয়ে এখন তাকে কেক খাওয়াচ্ছে।’

আরো পড়ুন: ৮৩ কোটি বাজেটে বাংলাদেশের ছবি

সম্প্রতি সৃজিতের ‘দশম অবতার’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জয়া। এতে প্রথমে অভিনয় করার কথা ছিল শুভশ্রীর। কিন্তু তিনি সন্তানসম্ভবা হওয়ায় ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন। জয়া ছাড়াও এ সিনেমায় অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তের মতো দাপুটে অভিনেতা।

এম/


মিথিলা জয়া আহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন