শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি *** বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান *** 'পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক' *** কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির প্রসঙ্গে যা বললেন সুলতানা কামাল *** 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো *** পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার *** পাকিস্তানের ক্ষমা চাওয়াসহ তিন বিষয়ে সুরাহা চেয়েছে বাংলাদেশ *** ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের *** ছয় মাসে কী সংস্কার করা হয়েছে, প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের *** ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ

এবার সংলাপে ঝড় তুলবেন আলিয়া!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩

#

আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

গতবছর সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল ‘ব্রহ্মাস্ত্র’ ট্রিলজির প্রথম পর্ব, ‘শিব’। সিনেমাটি বিশ্বজুড়ে ৪০০ কোটি টাকার ব্যবসা করে। এছাড়া সিনেমাটিতে রণবীর কাপুর-আলিয়া ভাটের অভিনয় দারুণ প্রশংসা কুড়ায়। যা দেখে সিনেমাটির সিক্যুয়েল নির্মাণে আশাবাদী হন পরিচালক অয়ন। সিনেপ্রেমীরাও অপেক্ষায় আছেন কবে আসবে সেই কাঙ্ক্ষিত পর্বটি।

এবার তাদের সেই অপেক্ষার পালে হাওয়া লাগালে নির্মাতা অয়ন। শুধু দ্বিতীয় নয়, তৃতীয় কিস্তি নির্মাণেরও প্রস্তুতি এরইমধ্যে শুরু করেছেন তিনি।

জানা গেছে, দ্বিতীয় পর্ব শুরু হবে ‘দেব’-এর কাহিনি দিয়ে। যে চরিত্রকে প্রথম পর্বে শিবের বাবা হিসেবে দেখতে পেয়েছেন দর্শকরা। নির্মাতা চান, ‘ব্রহ্মাস্ত্র’-এর এই সিক্যুয়েল দুটির শুটিং একসঙ্গে শুরু করতে। যেন আগামী ৩ বছরের মধ্যে ‘ব্রহ্মাস্ত্র ২’ প্রেক্ষাগৃহে আসতে পারে।

নির্মাতা অয়ন ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘আসলে চিত্রনাট্য লিখতে আমাদের একটু সময় লাগবে। কোনো রকম খামতি রাখতে চাই না। জানি, দর্শকের প্রত্যাশা বিপুল। সকলেই চান ব্রহ্মাস্ত্র ২ তাড়াতাড়ি আসুক। কিন্তু ভালো করে বানাতে হবে তো! আমরা ঠিক করেছি ব্রহ্মাস্ত্র ২ এবং ৩ একসঙ্গেই তৈরি করব। মনে হয়, আগামী ৩ বছরের মধ্যেই সিনেমাহলে এসে পড়বে ‘ব্রহ্মাস্ত্র ২’।

এদিকে প্রথম সিনেমাটি বক্স অফিস মাত করলেও সংলাপ নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল, সমালোচনার মুখে পড়েছিল। তবে এবার সেই জায়গাতেও উন্নতির ছাপ রাখতে চান নির্মাতা।

এ প্রসঙ্গে তিনি জানান, সংলাপে কিছুটা দুর্বলতার ছাপ থাকলেও মানুষ ‘ব্রহ্মাস্ত্র’কে ভালোবাসা দিয়েছেন এতে তারা ধন্য। তবে সমালোচনা থেকে শিক্ষাও নিয়েছেন বলে জানান।

সংলাপের দুর্বলতা দূর করে আরও শক্তিশালী চিত্রনাট্যে ‘ব্রহ্মাস্ত্র’ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে সিনেমাটিতে ঠিক কারা অভিনয় করবেন সেটা স্পষ্ট না করলেও মূল ভূমিকায় আলিয়া-রণবীর থাকছেন সেটা অনেকটাই নিশ্চিত হওয়া গেছে নির্মাতার বক্তব্যে।

আলিয়া ভাট। সিনেমা অভিনয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৫

বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৫

'পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক'

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৫

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির প্রসঙ্গে যা বললেন সুলতানা কামাল

🕒 প্রকাশ: ০২:১৬ পূর্বাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৫

'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো

🕒 প্রকাশ: ১২:৫৪ পূর্বাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৫