সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

এবার সাইকেলে চ্যাটজিপিটি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম ইলেকট্রিক সাইকেলে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটজিপিটি। সাইকেল চালানোর সময় চ্যাটবটের সহায়তা নেওয়া যাবে।

এই সাইকেল এনেছে আরটোপিয়া নামের একটি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান। সাইকেলটি ফুল চার্জ দিলেই লম্বা পথ পাড়ি দেওয়া যাবে।

দুচাকার ইলেকট্রিক সাইকেলটি বিপ্লব শুরু করতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এখানে প্রশ্ন উঠতে পারে সাইকেলে চ্যাটজিপিটি কীভাবে কাজ করবে? তাহলে বলে রাখি এই সাইকেলের টেস্ট করে দেখেছে সংস্থাটি। তারা জানাচ্ছে, সাইকেলে একটি বাটন রয়েছে যা চাপলেই চ্যাটজিপিটি অ্যাক্টিভ হয়ে যাবে।

এই চ্যাটবটের মাধ্যমে ইলেকট্রিক সাইকেলের নানান তথ্য জেনে নিতে পারবেন। পাশাপাশি ইলেকট্রিক সাইকেলের কী কী সুবিধা রয়েছে তাও বলতে সক্ষম এই চ্যাটবট। ওপেনএআই নামক একটি সংস্থা বানিয়েছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অ্যাসিস্ট্যান্ট চ্যাটজিপিটি।

এই ইলেকট্রিক সাইকেলে আরও অনেক ফিচার্স রয়েছে। যেখানে আপনি আপনার তথ্য সেভ করে রাখতে পারবেন। এতে অ্যাপল হেলথও কানেক্ট করা যাবে বলে জানা গিয়েছে। পাশাপাশি সাইকেলটি নিরাপদ রাখার জন্য ফিঙ্গারপ্রিন্ট লকও করে রাখতে পারবেন। যাতে কেউ এটির অ্যাক্সেস না পায়।

সাইকেল চালাতে চালাতেই হার্ট রেট, রিয়েল টাইম আপডেট, কত দূরত্ব কভার করা হয়েছে, ক্যালোরি, ফিটনেস গোল ইত্যাদি সেট করতে পারবেন।

ভয়েস অ্যাসিস্ট্যান্টের পাশাপাশি সাইকেলে রয়েছে একটি ডিসপ্লে। যেখানে মিলবে জিপিএস অর্থাৎ নেভিগেশনের সুবিধা। এই সাইকেলের নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এই চ্যাটবটকেই সাইকেলের সম্পর্কে একাধিক প্রশ্ন করতে পারেন। যেমন ফ্ল্যাট টায়ার কীভাবে পরিবর্তন করবেন? অথবা নিকটবর্তী দোকানে নিয়ে চলো যেখানে এই কাজ করা হয়।

আর.এইচ

চ্যাটজিপিটি

খবরটি শেয়ার করুন