বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

এমবাপ্পের নতুন ঠিকানা রিয়াল!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

কিলিয়ান এমবাপ্পে

অবশেষে সমাপ্তি আসতে যাচ্ছে পিএসজির কিলিয়ান এমবাপ্পের দলবদলের ‘নাটকের’। ফ্রান্স ছেড়ে ফের স্পেনে পাড়ি জমাতে যাচ্ছেন তিনি। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ফরাসি এই তারকাকে দলে টানার প্রস্তুতি শুরু করেছে। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম বিল্ড তাদের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

পত্রিকাটির করা প্রতিবেদন অনুযায়ী, এমবাপ্পের জন্য পিএসজির কাছে প্রস্তাবনা পাঠাচ্ছে রিয়াল। জানা গেছে ফরাসি এই তারকার জন্য লস ব্লাঙ্কোসরা ১২ কোটি ইউরো দিতেও প্রস্তুত রয়েছে।

২০২৪ সালের জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা রয়েছে এমবাপ্পের। কিন্তু লিওনেল মেসি পিএসজি ছাড়ার পর থেকেই গুঞ্জন ওঠে এমবাপ্পের ফ্রান্স ছাড়ার। ফরাসী এই তারকা নিজেও নিশ্চিত করেছেন চুক্তি নবায়ন তিনি করতে ইচ্ছুক নন।

এমবাপ্পের এমন সিদ্ধান্তে পিএসজি রীতিমতো উঠে পড়ে লাগে চুক্তি শেষ হওয়ার আগেই এমবাপ্পেকে বিক্রি করার জন্য। কেননা চুক্তি শেষ হওয়ার আগে তারকা এই ফুটবলারকে বিক্রি করতে পারলে বড় অঙ্কের অর্থ পাবে পিএসজি।

তবে ফরাসি এই স্ট্রাইকারও সাফ জানিয়ে দেন চুক্তি শেষ হওয়ার আগে তিনি ক্লাব ছাড়ছেন না। কেননা চুক্তি শেষ হওয়ার আগে ক্লাব ছাড়লে তিনি পাবেন না কোনো বোনাস। 

অপরদিকে রিয়ালও ফ্রি এজেন্টে এমবাপ্পেকে দলে ভেড়াতে চাইছে। সব কিছু মিলিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে এমবাপ্পের দলবদল।

এসকে/ 


পিএসজি কিলিয়ান এমবাপ্পে রয়িাল মাদ্রিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন