ছবি: সংগৃহীত
ড. মুহাম্মদ ইউনূসের ব্যাপারে বক্তব্য দিয়ে আলোচনায় আসা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান।
এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জেলে যেতে হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “আমি এখন পর্যন্ত জানি না যে, তিনি কোন অপরাধ করেছেন। কেন উনাকে জেলে যেতে হবে, তবে তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে জেলে যেতে হবে।”
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার অনুমতির বিষয়ে আইনমন্ত্রী বলেন, “আইনিভাবে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই।”
উল্লেখ্য শুক্রবার সকালে আইনমন্ত্রী ঢাকা থেকে প্রভাতি ট্রেনে করে তার নির্বাচনী এলাকা আখাউড়ায় আসেন।
এম.এস.এইচ/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন