শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান *** তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক *** যারা হ্যাঁ ভোটের সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম *** যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর *** নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ *** এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন *** অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪২৪

ঐশ্বরিয়া রাই বনাম বচ্চন পরিবারের সম্পর্কের সমীকরণ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। দীর্ঘদিন প্রেমের পর ২০০৭ সালে সাত পাকে বাঁধা পড়েন তারা। ইতোমধ্যে পেরিয়ে গেছে ঐশ্বর্য-অভিষেকের দাম্পত্য জীবনের ১৬ বছর।

গত দেড় দশকের বেশি সময়ে একাধিকবার বচ্চন পরিবারের সদস্যদের সমীকরণ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে বলিউডে। শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে নাকি আদায়-কাঁচকলায় সম্পর্ক ঐশ্বরিয়ার, এমন কানাঘুষোও শোনা গিয়েছে বহু বার।

অভিষেকের সঙ্গে তাঁর দাম্পত্যও নাকি সুখের নয়, এমন কথাও বাতাসে ভেসে বেড়ায়। কেউ তাঁকে ‘বচ্চন বহু’ বলে ডাকলে নাকি আপত্তি জানান ঐশ্বর্যা! তবে কি সম্পর্কের সমীকরণে কোনও সমস্যা দেখা দিয়েছে বচ্চন পরিবারে?

তবে জনসমক্ষে অমিতাভ ও জয়ার আদর্শ পুত্রবধূ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ঐশ্বরিয়া। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও শাশুড়ির পাশেই দেখা গিয়েছে তাকে। তবে ইদানিং গুঞ্জন উঠেছে বচ্চন পরিবারে সুখী নন ঐশ্বরিয়া রাই।

জানা গেছে, শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে নাকি তেমন ভালো সম্পর্ক নয় ঐশ্বরিয়ার। অভিষেকের সঙ্গে তার দাম্পত্যও নাকি সুখের নয়, এমন কথাও শোনা গেছে।

আরো পড়ুন: পরিচালককে খুশি করতে রাত জাগতে হচ্ছে শ্রাবন্তীকে!

২০০৭ সালে অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ে ছিল বলিউডের সব থেকে আলোচিত ইভেন্ট। তাদের বিয়ে নিয়ে কৌতূহলের শেষ ছিল না দর্শকদের। ক্যারিয়ারে যখন ভালো সময় পার করছিলেন ঠিক সে সময়েই বিয়ে করেন অভিষেককে। বরাবরই তার নামের পাশে যুক্ত হয়েছে নানা বিশেষণ।

তবে বচ্চন পরিবারে বিয়ের পর থেকে ‘বচ্চন বধূ’ নামে ঐশ্বরিয়াকে ডাকা হয়। আর এতেই ভীষণ আপত্তি জানান লাস্যময়ী এই নায়িকা। ২০০৮ সালে একটি সাক্ষাৎকারে অভিনেত্রীকে ‘বচ্চন বধূ’ সম্বোধন করায় আপত্তি জানান ঐশ্বরিয়া। তার কাছে এই সম্বোধনটি বেশ নাটুকে বলেই মনে হয়।

এ প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেন, আমার মনে হয়, এই ধরনের বিশেষণ চটকের জন্য ব্যবহার করা হয়। ‌‘বচ্চন বধূ’ তকমাটা একটু নাটুকে। আমি একজন সাধারণ মেয়ে। নাম ঐশ্বরিয়া রাই। যে অভিষেক বচ্চনকে বিয়ে করেছে।

সূত্র : আনন্দবাজার

এসি/ আই. কে. জে/ 


ঐশ্বরিয়া রাই বচ্চন পরিবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250