রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

কবিতা : লাল সবুজ পতাকা - সিফাত রাখী

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

লাল সবুজ পতাকা 

——সিফাত রাখী

ওরে আমার অচিন পাখি,

 তোরে একবার দেহনের লাইগা

বুক্কের ভেতর কেমন কইরা যে মোচড় দেয়,  

তুই কি জানোস। 


তোরও কি আমার লাহান

বুক্কের ভেতর এমন কইরা

জোয়ার আইসা বুক্কের বাত্তিগুলান ভাইঙ্গা চুইড়া,

একাকার কইরা দ্যায়।

ক নারে অচিন পাখি। 


তোরে ছাইড়া সেই কবে আইসি, 

তোর চান্দের লাহান মুখ খান

 এজনমে বুঝি আর দ্যাখতে

 পাবো নারে অচিন পাখি।


দ্যাশে এখন যুদ্ধ ভীষণ।

রোজ রাইতে মিলিটারির গুলিতে

বাতাস ভারী হইয়া যায়।

মানুষগুলারে পাখির লাহান মাইরা ফেলে।

আমরা আর সহ্য হয় না।

জমির ভাইয়ের পায়েও গুলি লাগছে। 


যার সোয়ামী যুদ্ধে গেছে

তার মুখে যেন, সব সময় হাসি থাকে।

তোর ডর কিসের। 

তোর সোয়ামী যদি মইরাও যায় 

তাও তুই হবি একজন শহীদ মুক্তিযোদ্ধার বউ। 


চারদিকে মানুষের মরণ দেইখা 

আর ডর করে নারে অচিন পাখি

এবার যদি আসি তো

দেশ স্বাধীন কইরাই আসবো। 

তুই খালি পোলাপান গুলারে আগলে রাখিস। 


পোলাপান গুলার কথা মনে মনে পড়লেই 

চক্ষু দুখান ভিইজা যায়।

ইলিশ মাছ দিয়া ভাত খাওনের লাইগা

কত্ত কানছিলো মাইয়াটা।

ওরে কইস তোর বাপ যদি বাইচা থাহে

এবার আসনের সময় ইলিশ মাছ লইয়া আসবো।


আর একখান কথা, কোনও অসহায় 

মুক্তিযোদ্ধা যদি খাওনের লাইগা যায়; 

ঘরে যা থাকে, না খাইয়া হইলেও খাইতে দিস। 


রোজ রাইতে কী স্বপন দেখি জানোস? 

দেশ স্বাধীন হইয়া গেছে

আহা কী যে আনন্দ

আমি লাল সবুজ পতাকা লইয়া গেরামে আইসি,

তুই একখান লাল টুকটুকে শাড়ি পইরা 

পান খাইয়া ঠোঁট লাল কইরা আসোস।


পোলাপানরা  কত্ত যে খুশি, 

স্বাধীন দ্যাশের স্বাধীন পতাকা দেইখা।

 মুক্ত বাতাসে পতপত করে উড়সে

লাল সবুজ বাংলাদেশের পতাকা।

আরো পড়ুন : কবিতা: দর্পণ- আহাদ উল্লাহ

এস/ আই. কে. জে/ 

কবিতা লাল সবুজ পতাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250