শনিবার, ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় 'সেভেন সিস্টার্সকে' বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত *** 'রোহিঙ্গা ইস্যুতে এখনই উপসংহারে পৌঁছানো উচিত হবে না' *** ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে থাকা ঈদের সিনেমার গান *** থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা *** ইউনূস–মোদির বৈঠকে 'আশার আলো' দেখছে বিএনপি *** ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক *** সম্পর্ক খারাপ হয়, এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর *** সাড়া ফেলেছে নিশো–তমার ‘দাগি’, বেড়েছে শো *** রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার, প্রথম ধাপে যাবে ১ লাখ ৮০ হাজার *** ঈদে সিনেমা হলে কেন নেই ‘জ্বীন থ্রি’, যা বলছেন প্রযোজক

কবিতা : লাল সবুজ পতাকা - সিফাত রাখী

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

লাল সবুজ পতাকা 

——সিফাত রাখী

ওরে আমার অচিন পাখি,

 তোরে একবার দেহনের লাইগা

বুক্কের ভেতর কেমন কইরা যে মোচড় দেয়,  

তুই কি জানোস। 


তোরও কি আমার লাহান

বুক্কের ভেতর এমন কইরা

জোয়ার আইসা বুক্কের বাত্তিগুলান ভাইঙ্গা চুইড়া,

একাকার কইরা দ্যায়।

ক নারে অচিন পাখি। 


তোরে ছাইড়া সেই কবে আইসি, 

তোর চান্দের লাহান মুখ খান

 এজনমে বুঝি আর দ্যাখতে

 পাবো নারে অচিন পাখি।


দ্যাশে এখন যুদ্ধ ভীষণ।

রোজ রাইতে মিলিটারির গুলিতে

বাতাস ভারী হইয়া যায়।

মানুষগুলারে পাখির লাহান মাইরা ফেলে।

আমরা আর সহ্য হয় না।

জমির ভাইয়ের পায়েও গুলি লাগছে। 


যার সোয়ামী যুদ্ধে গেছে

তার মুখে যেন, সব সময় হাসি থাকে।

তোর ডর কিসের। 

তোর সোয়ামী যদি মইরাও যায় 

তাও তুই হবি একজন শহীদ মুক্তিযোদ্ধার বউ। 


চারদিকে মানুষের মরণ দেইখা 

আর ডর করে নারে অচিন পাখি

এবার যদি আসি তো

দেশ স্বাধীন কইরাই আসবো। 

তুই খালি পোলাপান গুলারে আগলে রাখিস। 


পোলাপান গুলার কথা মনে মনে পড়লেই 

চক্ষু দুখান ভিইজা যায়।

ইলিশ মাছ দিয়া ভাত খাওনের লাইগা

কত্ত কানছিলো মাইয়াটা।

ওরে কইস তোর বাপ যদি বাইচা থাহে

এবার আসনের সময় ইলিশ মাছ লইয়া আসবো।


আর একখান কথা, কোনও অসহায় 

মুক্তিযোদ্ধা যদি খাওনের লাইগা যায়; 

ঘরে যা থাকে, না খাইয়া হইলেও খাইতে দিস। 


রোজ রাইতে কী স্বপন দেখি জানোস? 

দেশ স্বাধীন হইয়া গেছে

আহা কী যে আনন্দ

আমি লাল সবুজ পতাকা লইয়া গেরামে আইসি,

তুই একখান লাল টুকটুকে শাড়ি পইরা 

পান খাইয়া ঠোঁট লাল কইরা আসোস।


পোলাপানরা  কত্ত যে খুশি, 

স্বাধীন দ্যাশের স্বাধীন পতাকা দেইখা।

 মুক্ত বাতাসে পতপত করে উড়সে

লাল সবুজ বাংলাদেশের পতাকা।

আরো পড়ুন : কবিতা: দর্পণ- আহাদ উল্লাহ

এস/ আই. কে. জে/ 

কবিতা লাল সবুজ পতাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন