সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা : তুমি আসলে না - রোমানা রহমতি শ্রাবনী

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২২ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

 তুমি আসলে না

 রোমানা রহমতি শ্রাবনী

আমি তোমায় দেখাবো বলে

রং তুলিতে আঁচড় কেটে

স্বপ্ন ছবি এঁকেছিলাম

তুমি আসলে না

তুমি আসলে না

তাই সে ছবি গেছে ছিঁড়ে

আর ছবির স্বপ্ন বিলীন হলো

তুমি সেই যে উড়াল দিলে 

আর আসলে না ফিরে।


আমি তোমায় শোনাবো বলে

দুটো কথার প্রগাঢ় মায়ায়

গান বেঁধেছিলাম প্রাণে

তুমি আসলে না

তুমি আসলে না

তাই সে গান হারিয়েছে সুর

আর গানের ভাষা প্রাণ হারালো

তুমি সেই যে উড়াল দিলে

কই আসলে না তো আজও ফিরে।


আমি তোমায় দেবো বলে

বিলের জলে গা ভিজিয়ে

তুলে এনেছিলাম শতদল

তুমি আসলে না

তুমি আসলে না

তাই সে শতদল শুকিয়ে গেছে

আর শতদলের রং ফিকে হলো 

তুমি সেই যে উড়াল দিলে

আমি পথে বসে রই তবু তুমি

আসলে না আজও ফিরে।


আমি তোমায় ভাসাবো বলে

এক মায়ার সাগরে নীল অম্বুরে

দ্বিধাহীন নেমেছিলাম

তুমি আসলে না

তুমি আসলে না

তাই আজ সে সাগর হয়েছে শান্ত 

আর সাগরের গর্জন গেছে থেমে

তুমি সেই যে উড়াল দিলে

আমি দিন গুনে গুনে ক্ষান্ত হই

তবু তুমি আসলে না, তুমি আসলে না।


আরো পড়ুন: কবিতা: এলে বেলে -খোকন কুমার রায়

কবিতা তুমি আসলে না

খবরটি শেয়ার করুন