সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা: আনন্দলোক –খোকন কুমার রায়

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

আনন্দলোক

—খোকন কুমার রায় 

না, যাবো না বলে
শেষ নিঃশ্বাস ফেলে
ভাববে তুমি,কত কিছু 
রয়ে গেলো বাকি!
এ জীবন কি পাবে ফিরে
যতই ডাক ঈশ্বরে
বুজিলেই চোখ হয়তো বা মনে হবে
জেনেছিলে যা সবি  ছিলো ফাঁকি!
সময় থাকতে যে মিটাওনি সাধ
ভেঙ্গে গেছে কত স্বপনের বাঁধ
কত জনেরে করতে সুখী 
আপন সাধ দিলে জলাঞ্জলি! 
আবার নতুন করে
জাগাও প্রেম অন্তরে
যতটকুই পার মিটাও
গাঁথো মালা লয়ে ফুলঝুরি! 
জীবন তো একটাই 
ফের যদি নাহি পাও
যাতনা সব ছুড়ে ফেলে
লও আনন্দ হৃদ মাঝারি!

আরো পড়ুন: কবিতা: লুকোচুরি–খোকন কুমার রায়

কবিতা খোকন কুমার রায়

খবরটি শেয়ার করুন