বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা: তবুও আসলে না! –খোকন কুমার রায়

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

তবুও আসলে না!
 

-খোকন কুমার রায় 

তার জন্য পৃথিবী ঘুরপাক খায়
কেবলি দূরে সরে যায়
মধুমালতি তারে ডাকে আয়
তবুও আসে না নাগালে !
তার জন্য সপ্তর্ষি ধ্যান করে
খুঁজি কত ছায়াপথ ঘুরে ঘুরে
পৃথিবী কক্ষ হারায়
মেঘেরা কেঁদে ফিরে ঘরে!
আমি তার জন্য
প্রাণ করেছি বিপন্ন
পৃথিবীর সাথে মরছি ঘুরে
বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে!
তার চাঁদমুখ আঁকা এ মনে
চেয়ে থাকি শুধু শূন্য পানে
এ পৃথিবী তারে চায়
আর আমি যে মরি দহনে!

আরো পড়ুন: কবিতার অনুবাদ: কবির যাপনান্তর
 

কবিতা খোকন কুমার রায়

খবরটি শেয়ার করুন