ছবি: সংগৃহীত
ভোগ উপভোগ
খোকন কুমার রায়
আমি তো উপভোগ্য নই
শুধুই ভোগের সামগ্রী
আমি যে একা কারো নই
হরিত বসনা দ্রৌপদী!
আমি যে অমৃতের পেয়ালা
চুমুকে চুমুকে ঢেকুর তোলা
তোমাদের সম্ভোগ তৃপ্তিতে
উর্বশীর মতো করে নাচি!
যুগে যুগে আমি আছি
হয়ে দাসি কিংবা উদাসী
চাহিবা মাত্র বিনিময়ে
অন্ধকারেই বেঁচে থাকি!
আমার তো নই আমি
কখনো হীরার চেয়ে দামি
আমার লোভে ধ্যান ভাঙলো
কত জনা মুনিঋষি!
কখনো বা রাধা আমি
তুমি বন্ধু কালাচাঁদ
মধুর বাঁশি বাজাও বনে
করতে আমায় রাণী!
আমার মাঝেই তোমার সৃষ্টি
কর উপভোগ জাগতিক সুখ
তার পরেও কেন আমি হই
তোমাদের হেরেমের বন্দিনী!
আরো পড়ুন: কবিতা: তবুও বাঁচতে হবে! –খোকন কুমার রায়
খবরটি শেয়ার করুন