সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা: “মন গোডা” (ময়মনসিংহ) – খোকন কুমার রায়

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩

#

সংগৃহীত

মন গোডা

খোকন কুমার রায় 

মন গোডা খাইলে নাহি

ফুরান দুঃখ ফিইরা আহে

মন গোডা খাইয়া আমি

ফরসি বিফদে!

কেন যে খাইয়া আমি

ফুরান কষ্ট ডাইকা আনি

ভুইলা তো সিলাম ভালা

অহন ফরসি বিফাকে!

তুমি সিলা তুমার মতন

আমিও সিলাম ভালা

আতকা মনে ফইরা

দিবানিশি ফ্রান কান্দে!

আমি সিলাম আলাভোলা 

ভিত্রের মনডা ভালা

অহন আমার মন উতলা

তুমারে ফাই কেমনে! 

তুমারে ফাইতাম ভালা

বুহের মইধ্যে করে জ্বালা

পিসে পিসে ঘুইরা তুমায়

রোজ দেখিতাম ইস্কুলে!

আড় চোক্ষে চাইয়া দেখতা

মাঝে মইধ্যে চোখ মারতা

তোমার দুষ্ট ইশারাতে 

সইরা যাইতাম আড়ালে!

আরো  পড়ুন: কবিতা: ধা ধিন ধিন ধা – খোকন কুমার রায়

কবিতা মন গোডা খোকন কুমার রায়

খবরটি শেয়ার করুন