সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা: হয়ে যাক সব লয় –নীলিমা শীল

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ৫ই জুন ২০২৩

#

সংগৃহীত

হয়ে যাক সব লয়

নীলিমা শীল

পাড়িয়ে হোক বা মাড়িয়ে
করব আমি জয়
যাক যদি সব পিষ্ট হয়ে
হয়ে যাক সব ক্ষয়।
সময় কোথায় ভাবব বলো
ন্যায় নীতি আর সত্য
আমার কিন্তু একটাই দাবি 
চাই একাধিপত্য।
নিজে বাঁচলে বাপের কথা
ভাবব না হয় পরে
তার আগে তো পেটটা ভরুক
মজুত করি ঘরে।
আমি ছাড়া সব্বাই পর 
আমারি হোক জয়
সমাজ সংসার গোল্লায় যাক
হয়ে যাক সব লয়।
এমনধারা সময় এখন
ধার ধারি না কারো
আপন পর নেই কো সেথায়
নিজের ধার ধারো।

আরো পড়ুন: কবিতা: দেখে এলাম! –খোকন কুমার রায়

কবিতা নীলিমা শীল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন