সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা: ‌‌‌আরোহী –খোকন কুমার রায়

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ২০শে মে ২০২৩

#

প্রতীকী ছবি

আরোহী 

—খোকন কুমার রায় 

তার কাজল আঁকা চোখ, 
লালে ছাওয়া বাঁকা ঠোঁট 
ঝড় তোলে এ বুকে
রঙিন ছবি আঁকে মনে!
তার আঁকা বাঁকা পথ ধরে
আরোহী যায় গান গেয়ে
পথের বাঁকে যাই হারিয়ে
তারে পাই না যে নাগালে!
তার চলে যাওয়া পথে
কত কাল আছি বসে
যদি একবার দেখা পাই
ভাব জমাবো গোপনে!
কত কবিতা আর গানে
চেয়েছি তারে এ প্রাণে
তবুও আসেনি ফিরে
জানি না কোন অভিমানে!
ভালোবাসা পেতে চাও
এসো ফিরে একবার
লও সুখ ভরপুর
হৃদয়ের স্নিগ্ধ বর্ষণে!

আরো পড়ুন: কবিতা: তবুও আসলে না! –খোকন কুমার রায়

কবিতা ‌‌‌আরোহী' খোকন কুমার রায়

খবরটি শেয়ার করুন