সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কমেছে তাপমাত্রা, যেসব জায়গায় হতে পারে বৃষ্টি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরো কমেছে। এই অবস্থার মধ্যে তিন বিভাগে বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বুধবার (১৭ই জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

আরো পড়ুন: তীব্র শীত থাকবে আরো কয়েক দিন

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বান্দরবানে। যা মঙ্গলবার (১৬ই জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে শ্রীমঙ্গলের তাপমাত্রা আজ আরেকটু কমে নেমেছে ৯.৬ ডিগ্রিতে।

রাজধানী ঢাকার তাপমাত্রাও আজ (বুধবার) গতকালের তুলনায় কমেছে। মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা আজ নেমেছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে ঈশ্বরদী (৯.৮), সীতাকুণ্ড (৯.৫), চুয়াডাঙ্গা (৯.৮), বরিশালের (৯.৭) তাপমাত্রা। ঢাকায় উত্তর উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিমি. বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

এইচআ/আই.কে.জে 

তাপমাত্রা বৃষ্টির আভাস

খবরটি শেয়ার করুন