শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় মৃত্যুশূন্য দিন

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে ৯৮৪টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের পার এক দশমিক ৬৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ। 

আরো পড়ুন: ফ্যাটি লিভারে ভুগছেন কি না বোঝা যাবে হাঁটার ধরন দেখেই

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৫ হাজার ৪৮৭ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭৭ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১২ হাজার ৯৯৪ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম একজনের করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

এসকে/

ভাইরাস করোনা মৃত্যুশূন্য

খবরটি শেয়ার করুন