সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

কলোরাডোর পর মেইনেও নিষিদ্ধ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৫ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কলোরাডোর পর মেইনেও আনুষ্ঠনিকভাবে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প অযোগ্য ঘোষিত হয়েছেন। এই নিয়ে আমেরিকার দ্বিতীয় অঙ্গরাজ্যে নির্বাচনে নিষিদ্ধ হলেন ট্রাম্প।

মেইনের সেক্রেটারি অব স্টেট শেনা বেলোস ২০২১ সালে ক্যাপিটলের দাঙ্গায় ট্রাম্পের ভূমিকার কথা উল্লেখ করে তাকে প্রেসিডেন্ট পদের লড়াইয়ে অযোগ্য ঘোষণা করেন। 

আরো পড়ুন: বেআইনি হত্যাকাণ্ড’ বন্ধ করতে ইসরায়েলকে বলল জাতিসংঘ

এ বিষয়ে তার লিখিত সিদ্ধান্ত বৃহস্পতিবার ( ২৮শে ডিসেম্বর) প্রকাশ পেয়েছে। সেখানে তিনি বলেছেন, “জনাব ট্রাম্পের প্রাথমিক আবেদনটি অবৈধ, এমন সিদ্ধান্তে পৌঁছেছি আমি। বিশেষভাবে আমি দেখতে পেয়েছি যে, তার প্রার্থীর সম্মতিপত্রের ঘোষণাটি মিথ্যা কারণ আমেরিকার সংবিধানের ১৪তম সংশোধনীর তিন নম্বর ধারা অনুযায়ী তিনি প্রেসিডেন্ট পদের যোগ্য নন।”

আমেরিকার সংবিধানের ১৪তম সংশোধনীর তিন নম্বর ধারায় বলা হয়েছে, ‘বিদ্রোহে জড়িত এমন লোক বেসামরিক অথবা সামরিক পদে বসতে পারবে না।”

 সূত্র: রয়টার্স

এইচআ/ আই.কে.জে/

ডোনাল্ড ট্রাম্প নিষিদ্ধ প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন