টিম শ্যাডক - ছবি: সংগৃহীত
প্রশান্ত মহাসাগরে নৌকায় দুই মাস ভেসে থাকার পর এক অস্ট্রেলীয় নাবিক তাঁর পোষা কুকুরসহ জীবিত উদ্ধার হয়েছেন। তিনি মাঝসমুদ্রে কাঁচা মাছ আর বৃষ্টির পানি খেয়ে বেঁচে ছিলেন। চিকিৎসকেরা বলেছেন, ওই নাবিকের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
উদ্ধারকৃত নাবিকের নাম টিম শ্যাডক (৫১) এবং তিনি অস্ট্রেলিয়ার রাজধানী সিডনির একজন বাসিন্দা। গত এপ্রিলে তিনি মেক্সিকোর লা পাজ শহর থেকে যন্ত্রচালিত নৌকায় করে প্রশান্ত মহাসাগরে ফ্রেঞ্চ পলিনেশিয়া দ্বীপপুঞ্জের দিকে যাত্রা শুরু করেন।
প্রতিবেদনে বলা হয়, ছয় হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দেওয়ার এই যাত্রায় তার পোষা কুকুর 'বেল্লা' ছিল একমাত্র সঙ্গী। যাত্রা শুরুর কয়েক সপ্তাহ পর তাঁরা মাঝ সমুদ্রে প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়েন। এতে তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায় এবং উত্তর প্রশান্ত মহাসাগরে আটকা পড়ে।
টিম শ্যাডক - ছবি: সংগৃহীত
সম্প্রতি একটি হেলিকপ্টার নৌকাটিকে শনাক্ত করে এবং পরে একটি ট্রলার যেয়ে শ্যাডক ও বেল্লাকে উদ্ধার করে। ট্রলারে থাকা চিকিৎসকেরা অস্ট্রেলিয়ার টেলিভিশন চ্যানেল নাইন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'নাবিক ও তার কুকুরের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।'
প্রতিবেদনে আরও বলা হয়, এই দুই মাসে শ্যাডক অনেকখানি শুকিয়ে গেছেন এবং তাঁর মুখের দাঁড়ি গোঁফ অনেক লম্বা হয়ে গেছে। নাইন নিউজকে শ্যাডক বলেন, ‘আমরা সমুদ্রে অত্যন্ত কঠিন সময় পার করেছি। দীর্ঘ সময় ধরে সাগরে আমি একা ছিলাম, সাথে ছিল শুধু আমার কুকুর। সে কারণে এখন আমাদের শুধু বিশ্রাম আর ভালো খাবারদাবারের প্রয়োজন। তা ছাড়া আমরা শারীরিকভাবে সুস্থ আছি।’
আরো পড়ুন: কৃষ্ণসাগর শস্য চুক্তি থেকে বেরিয়ে গেল রাশিয়া
তিনি আরও বলেন, 'সঙ্গে মাছ ধরার ছিপ থাকায় আমি মাছ ধরে ওই প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পেরেছিলাম। তৃষ্ণা মিটিয়েছি বৃষ্টির পানি দিয়ে'।
এম/