শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কানাডার নাগরিকের জন্য বয়স্ক পাত্র চেয়ে প্রতারণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৩ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

‘কানাডার সিটিজে, সুন্দরী, বিধবা, পরহেজগার পাত্রীর জন্য বয়স্ক পাত্র চাই’ শিরোনামে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হতো। এতে বয়স্ক লোকদের প্রতারণার ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করত একটি চক্র। এই চক্রের মূল হোতা শামিমা রহমান খান ওরফে মোছা. সোনিয়া পারভীন ওরফে সীমাকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। 

সোমবার (২৮ আগস্ট) উত্তরা পশ্চিম থানার ওসি মুহাম্মদ মাসুদ আলম বলেন, গ্রেপ্তার শামীমা রহমান খান ২০২২ সালের ২৮ নভেম্বর থেকে গত ২৭ মে পর্যন্ত বিভিন্ন সময়ে একজন ভুক্তভোগীর কাছ থেকে বিয়ের উপহার, গহনা, কেনাকাটা, কাবিননামার খরচ, ভিসা প্রসেসিং, টিকিট খরচ ও হোটেল বুকিংয়ের খরচ দেখিয়ে ১৩ লাখ ৯২ হাজার টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়। 

ওই মামলার সূত্র ধরে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্ট থেকে শামীমা রহমানকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী মিরপুরের একটি বাসায় অভিযান চালিয়ে ভুক্তভোগীর দেয়া একটি স্বর্ণের নেকলেস, এক জোড়া স্বর্ণের কানের দুল ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, গ্রেপ্তার শামীমা রহমানকে আদালতে পাঠানো হয়েছে। তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসকে/ 

কানাডার সিটিজেন বয়স্ক পাত্র চাই সীমাকে গ্রেপ্তার রাজধানীর উত্তরা

খবরটি শেয়ার করুন