বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

কারামুক্ত হয়েই সেমিস্টার পরীক্ষা দিলেন খাদিজা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনে মুক্তি পেয়েই সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা৷ 

সোমবার (২০ নভেম্বর) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সরাসরি ক্যাম্পাসে আসেন খাদিজা৷

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ-উল-আলম সওদাগর বলেন, খাদিজার একাডেমিক কার্যক্রমে আপাতত কোনো সমস্যা নেই। খাদিজা দ্বিতীয় বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আজ অংশ নিয়েছে৷ যেহেতু খাদিজা জামিন পেয়েছে তাই আপাতত তার একাডেমিক পড়াশোনায় আর কোন সমস্যা নেই৷ সে স্বাভাবিকভাবেই ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারবে। তার একবছর নষ্ট হয়েছে। যেহেতু সে পুনঃভর্তি হয়েছে তাই ঠিকমতো পড়াশোনা চালিয়ে যেতে হবে।

আরো পড়ুন: জামিনে মুক্তি পেলেন জগন্নাথের খাদিজা

এর আগে সকাল ৯টায় কারাগার থেকে মুক্তি পান খাদিজা৷ তার বড় বোন সিরাজুম মনিরা তাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন৷ বেলা ১১টার কিছুক্ষণ পর নিজ বিভাগে পরীক্ষায় বসে খাদিজা৷ যা শেষ হয় বেলা ১টায়৷ পরীক্ষা শেষে মিরপুরে নিজেদের বাসায় যাওয়ার কথা রয়েছে তাদের।

খাদিজার বড় বোন সিরাজুম মনিরা বলেন, সকাল বেলায় কারা কর্তৃপক্ষ আমাদের ফোন দিয়ে বলেন আমরা গেলেই খাদিজাকে ছেড়ে দেওয়া হবে। সকাল ৯টায় ছাড়া হয় খাদিজাকে। এরপর খাদিজা পরীক্ষা দেন৷ সবকিছু ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়েছে।

এসকে/ 

পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় খাদিজাতুল কুবরা জামিনে মুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন