সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কোটি টাকার অডি গাড়িতে চড়ে সবজি বিক্রি করেন কৃষক!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রযুক্তির কল্যাণে অনেক কিছুই বদলেছে। মানুষের জীবনযাপনে এসেছে স্বাচ্ছন্দ্য। সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে মানুষের দৈনন্দিন চমকপ্রদ সব ঘটনার সাক্ষী হচ্ছেন সবাই। তেমনি একটি ঘটনা এবার সামনে এসেছে; ভারতের কেরালার এক কৃষকের সবজি বিক্রির ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে।

সবজি বিক্রি তো স্বাভাবিক একটি ঘটনা, কিন্তু এটি ভাইরাল হওয়ার পেছনেও কারণ রয়েছে। ওই কৃষক তার ক্ষেত থেকে তুলে আনা সবজি বাজারে বিক্রি করতে যান দামী গাড়িতে চড়ে। সবজির বিক্রির জন্য তিনি ব্যবহার করেন অডি এ-ফোর ব্র্যান্ডের গাড়ি, যেটির বাজার মূল্য কোটি টাকার বেশি।

ওই কৃষকের নাম সুজিত। ভারতের এই কৃষক মাঠে ফসল উৎপাদন করেন। তিনি মাঠ থেকে অটোরিকশার মাধ্যমে ফসল বাজারে নেন। ওই সময়ে তিনি বাজারে যান ইউরোপিয়ান অডি ব্র্যান্ডের গাড়িতে।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একটি পলিথিনের ওপর বিছিয়ে তিনি সবজি বিক্রি করেন। বিক্রি শেষে আবার গাড়িতে বসেই তিনি বাড়ি ফিরে যান।

শেয়ার করা ভিডিওটি এরইমধ্যে দেখে নিয়েছেন ৮০ লাখের বেশি মানুষ, লাইক পড়েছে ৪ লাখ ৬২ হাজারের বেশি। কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করায় সুজিতের প্রশংসা করেছেন নেটিজেনরা। তাকে ‘রোল মডেল’ হিসেবেও দেখছেন অনেকে।

ওআ/

কৃষক সবজি

খবরটি শেয়ার করুন