সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রতি রাতে স্ত্রীর পা ছুঁয়ে কৃতজ্ঞতা জানান রবি কিষাণ *** গোপালগঞ্জে নিহত ৩ জনের লাশ উত্তোলনের নির্দেশ আদালতের *** ওএমএসে আলু বিক্রি করতে চায় সরকার *** ১০ দিনের মধ্যে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ *** জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না *** কুমিল্লা বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষা ১২ই আগস্ট *** এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি *** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত

ক্লাসে মোবাইল ফোন নিষিদ্ধ করছে নেদারল্যান্ডস

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩

#

ছবি: ডয়চে ভেলে

মোবাইল ফোন, ট্যাবলেট ও স্মার্টওয়াচ শ্রেণিকক্ষে নিষিদ্ধ করতে যাচ্ছে নেদারল্যান্ডস। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এসব উপকরণ ক্লাসে নিষিদ্ধ করা হবে। পাঠদানের সময় বিভ্রান্তি কমাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। খবর- দ্য গার্ডিয়ান

নেদারল্যান্ডসের শিক্ষা মন্ত্রণালয় বলছে, এসব ডিভাইস ব্যবহারের অনুমতি শুধুমাত্র তখনই দেওয়া হবে যখন সেগুলো বিশেষভাবে দরকার হবে। উদাহরণ হিসেবে জানিয়েছে- ডিজিটাল দক্ষতা পাঠের সময়, চিকিৎসাজনিত কারণ অথবা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যবহার হতে পারে। 

এ ব্যাপারে শিক্ষামন্ত্রী রবার্ট ডিজকগ্রাফ বলেছেন, যদিও মোবাইল ফোন আমাদের জীবনের সঙ্গে জড়িত, তবুও তা শ্রেণিকক্ষের অন্তর্ভুক্ত নয়।

তিনি বলেন, এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মনোযোগ বাড়াবে এবং ভালোভাবে পাঠদানের সুযোগ তৈরি হবে। 

ডিজকগ্রাফ বলেন, মোবাইল ফোন একটি ঝামেলা। এটি বৈজ্ঞানিক গবেষণা দেখিয়ে দেয়। এর বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীদের রক্ষা করতে হবে।

আরো পড়ুন: জলবায়ুকে উপেক্ষা করে শুধু টাকার লোভী হয়ে পড়েছে চীন

তিনি বলেন, এই নিষেধাজ্ঞা মন্ত্রণালয়, স্কুল ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে একটি চুক্তির ফল। 

নিষেধাজ্ঞাটি কার্যকরভাবে বাস্তবায়নের জন্য স্কুলগুলো তাদের নিজস্ব উপায় খুঁজে বের করতে পারে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তবে ২০২৪ সালের গ্রীষ্মের মধ্যে যদি এটি যথেষ্ট ফল না দেয় তবে আইনি নিয়ম অনুসরণ করা হবে।

এম এইচ ডি/

নেদারল্যান্ডস মোবাইল ফোন শিক্ষামন্ত্রী শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার ট্যাবলেট স্মার্টওয়াচ বৈজ্ঞানিক গবেষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন