শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষুধা পরিস্থিতির আরো অবনতি গাজায়, ইসরায়েলের বিবেক জাগ্রত হবে কি?

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষুধা পরিস্থিতির আরও অবনতির কথা জানিয়েছে সহযোগিতা সংস্থাগুলো। প্যালেস্টাইনের শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে বলেছে, গাজায় সবাইকে তাড়া করছে ক্ষুধা। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, গাজার অর্ধেক মানুষ অভুক্ত। 

পোস্টে বলা হয় গাজা উপত্যকায় এখন অনেক মানুষ দু-তিন দিন ধরে না খেয়ে আছে। গাজায় খাদ্য, পানি ও জ্বালানিকে পদ্ধতিগতভাবে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানকার সবাইকে ক্ষুধা তাড়া করছে।

দুই মাস ধরে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এ অবস্থায় গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির একটি প্রস্তাবে আজ মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট হবে। ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আরো পড়ুন: কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা

গাজার ২৩ লাখ অধিবাসীর বেশির ভাগই বাড়িঘরছাড়া হয়েছে। সেখানকার বাসিন্দারা বলছেন, ঘনবসতিপূর্ণ উপকূলীয় এই ছিটমহলে আশ্রয় বা খাবার পাওয়া অসম্ভব।

গাজাবাসী বলছেন, বারবার পালাতে বাধ্য হওয়া লোকজন ক্ষুধা ও ঠান্ডার পাশাপাশি ইসরায়েলি বোমাবর্ষণে মারা যাচ্ছেন। ত্রাণবাহী ট্রাকে লুটপাট হচ্ছে। পণ্যের দাম আকাশছোঁয়া।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলের ভাষ্যমতে, এতে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ২৪০ জনকে জিম্মি করে হামাস। পরে হামাস ১০০ জিম্মিকে মুক্তি দেয়।

সূত্র: রয়টার্স 

এইচআ/  আই.কে.জে

শিশু গাজা ক্ষুধা পরিস্থিতি অবনতি

খবরটি শেয়ার করুন